হোম > খেলা > ক্রিকেট

ভারত-পাকিস্তানের খেলা নিয়ে নতুন তথ্য দিলেন রমিজ

ভারত-পাকিস্তান ম্যাচ মানে বরাবরই বাড়তি উত্তেজনা। এ দুই দলের খেলা দেখার জন্য অপেক্ষায় থাকে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষ। এ দুই দলের ম্যাচ নিয়ে দর্শক আকর্ষণ কতটা তুঙ্গে, তা সদ্য শেষ হওয়া বিশ্বকাপের দিকে চোখ রাখলেই বোঝা যাবে। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিভি দর্শকসংখ্যা টি-টোয়েন্টিতে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানায় টুর্নামেন্টের অফিশিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস। এই ম্যাচের পর আবার আলোচনায় ভারত-পাকিস্তান ম্যাচ। এ দুই দলের ম্যাচ নিয়ে এবার নতুন তথ্য দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। 

অনেক দিন ধরেই ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য তাকিয়ে থাকতে হয় আইসিসি বা এসিসির আয়োজনের দিকে। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে কেবল এই আসরগুলোতে মুখোমুখি হওয়ার সুযোগ পায় দুই দল। এর আগে দায়িত্ব নিয়ে পিসিবি চেয়ারম্যান স্পষ্টভাবে বলে দিয়েছিলেন, ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ অসম্ভব। এবার অবশ্য রমিজ ভিন্ন কথা বলছেন। 

দ্বিপক্ষীয় না হলেও ত্রিদেশীয় সিরিজ আয়োজনের মাধ্যমে দুই দেশের খেলা সম্ভব হতে পারে বলে মনে করছেন রমিজ। পিসিবি চেয়ারম্যান বলেন, ‘এই মুহূর্তে পাকিস্তান ও ভারতের দ্বিপক্ষীয় সিরিজ খেলা অসম্ভব। তবে আমরা সম্ভবত ত্রিদেশীয় সিরিজে দুই দেশের খেলা নিয়ে আশাবাদী হতে পারি।’

এদিকে ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের দায়িত্বও পেয়েছে পাকিস্তান। আইসিসির বৈশ্বিক এই আয়োজন থেকে ভারত সহজেই সরে দাঁড়াতে পারবে না বলেও মনে করছেন রমিজ, ‘আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো সহজ নয়। আমার মনে হয় ভারতও সরে দাঁড়াবে না।’

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক

বাজে রেকর্ডে এক ভারতীয়কে ছাড়িয়ে গেলেন আরেক ভারতীয় ক্রিকেটার

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ও ঘরোয়া ফুটবল স্থগিত

বিপিএলকে ‘টার্গেট’ করে জাতীয় দলে জায়গা করে নিতে চান রিপন

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি