হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের জয়ে পটকা ফাটানোদের ডিএনএ নিয়ে প্রশ্ন বিজেপি নেতার

ভারতের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক ১০ উইকেটের জয়ের পর যারা পটকা ফাটিয়েছেন, তাদের ডিএনএ নিয়ে প্রশ্ন তুলেছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। বিজিপির এই নেতা বলেছেন, ভারতের বিপক্ষে পাকিস্তান ক্রিকেট ম্যাচ জিতলে যারা দেশে পটকা ফাটায় তাদের ডিএনএ ভারতীয় হতে পারে না। 

হিন্দিতে করা সেই টুইটে হরিয়ানার এই মন্ত্রী লিখেছেন, ‘পাকিস্তানের ক্রিকেট ম্যাচ জেতার জন্য যারা ভারতে আতশবাজি ফাটিয়েছে তাদের ডিএনএ ভারতীয় হতে পারে না। আমাদের নিজের বাড়িতে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকদের থেকে সাবধান থাকুন।’ 

পাকিস্তানের জয়ে কাশ্মীরের দুটি হাসপাতালের শিক্ষার্থীদের উৎসব করার কথা জানিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যম। পাশাপাশি ওই হবু চিকিৎসকেরা ভারত বিরোধী বিভিন্ন স্লোগানও তোলেন বলে অভিযোগ ওঠেছিল। এর জের ধরে শিক্ষার্থীদের বিরুদ্ধে দুটি মামলাও হয়েছে। মামলায় যাঁদের নাম অন্তর্ভুক্ত হবে, তাঁরা ভবিষ্যতে ভারত বা জম্মু-কাশ্মীর সরকারের কোনো পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন না। 

এর আগে ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনার খবর মিলেছিল পাঞ্জাবের সাংরুরে ভাই গুরু দাস ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে। সেখানে বেশ কয়েকজন কাশ্মীরি ছাত্রের ওপর হামলা করেছিল উত্তর প্রদেশ ও বিহার থেকে পড়তে আসা শিক্ষার্থীরা। আক্রান্ত এক ছাত্র হামলার ঘটনা ফেসবুকে লাইভ করেন। তাতে দেখা যায় কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর রড ও লাঠি দিয়ে হামলা করা হয়। এবার কাশ্মীরি ছাত্রদের ইঙ্গিত করে বিজিপির সিনিয়র নেতা মন্তব্য করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। 

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা