হোম > খেলা > ক্রিকেট

সাকিবের বিশ্বকাপ শেষ

বিতর্ক আর সাকিব আল হাসান—এ যেন এক শব্দের দুই সমার্থক অর্থ। গতকাল দিল্লিতে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আবারও বিতর্কে জড়ান বাংলাদেশ অধিনায়ক। লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইম আউট’ করা নিয়ে ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।

সেই বিতর্কের মাঝে আবারও সংবাদের শিরোনাম সাকিব। তবে এবার কোনো বিতর্কিত কর্মকাণ্ডের জন্য নয়। চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দেশসেরা অলরাউন্ডার। আজ নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। বিসিবিও সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের চোটের বিষয়টি নিশ্চিত করেছে।

বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় এই চোট পান তিনি। বাংলাদেশের ৩ উইকেটে জয়ের ম্যাচটিতে ৬৫ বলে ৮২ রান করেন সাকিব, তার আগে বল হাতে নেন ২ উইকেট। হন ম্যাচসেরাও।

ম্যাচ শেষে সাকিবের এক্স-রে করা হয়। সাকিবের চোট নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান আইসিসিকে বলেন, ‘সাকিব ব্যাটিংয়ের সময় বাম হাতের তর্জনীতে চোট পান। ব্যথানাশক ঔষুধ ও হাতে সাপোর্টিং টেপ পেঁচিয়ে তিনি ব্যাটিং চালিয়ে যান।’

তিনি আরও বলেন, ‘দিল্লিতে তাঁর জরুরী এক্স-রে করা হয় ম্যাচ শেষে। সেখানে জানানো হয়, তাঁর আঙুলে চিড় ধরেছে। সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে। সে আজ পুনর্বাসনের জন্য বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে।’

বাংলাদেশ বিশ্বকাপে তাদের শেষ ম্যাচ খেলবে পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১১ নভেম্বর। চোটের কারণে এই ম্যাচে খেলা হবে না সাকিবের। তাঁর অবর্তমানে মাঠে দলকে নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিশ্বকাপে বাংলাদেশ ৮ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে উঠে এসেছে রাউন্ড রবিনের ৭ নম্বরে। এই স্থানে থাকতে পারলে নিশ্চিত হবে সাকিবদের আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাও।

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ভারতের ৪ ক্রিকেটার

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ