হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ চাপে পড়ার পর বৃষ্টি, বন্ধ খেলা  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃষ্টির শঙ্কা ম্যাচের আগের দিন থেকেই ছিল। আজও মেঘে ঢাকা আকাশ সঙ্গী করে প্রথম ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ ইনিংসের ১৫.১ ওভারের সময় শঙ্কা সত্যি করে বৃষ্টি নেমেছে। বৃষ্টিতে আপাতত খেলা বন্ধ আছে।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে চাপে আছে বাংলাদেশ। শুরুটা তামিম ইকবালকে দিয়ে। পুরোপুরি ফিট না হয়ে তামিমের খেলতে নামা নিয়ে অবশ্য বিতর্ক ছিল। সেই বিতর্ক চাপা দিতে পারেননি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। আরেকবার ফজল হক ফারুকীর শিকারে পরিণত হয়ে ফিরেছেন ২১ বলে ১৩ রান করে।

তামিমের পর দ্রুত আরও ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২০ ওভারের আগেই ৩ উইকেট হারিয়ে এই মুহূর্তে কিছুটা চাপে আছে স্বাগতিকেরা। উইকেটে আছেন সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়। তামিম-লিটনের ওপেনিং জুটি ভাঙে ৩০ রানে। এরপর দলকে দারুণভাবে এগিয়ে নিচ্ছিলেন লিটন ও নাজমুল হোসেন শান্ত। 

লিটন-শান্ত জুটি ভাঙে লিটনের আলসে শটে। আগের ওভারে সেলিম সাফিকে দারুণ এক পুলে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেন। সেটি ছিল বাংলাদেশ ইনিংসের প্রথম ছক্কা। পরের ওভারে মুজিব উর রহমানকে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন লিটন। ৩৫ বলে ২ চার ও ১ ছয়ে ২৯ রানে শেষ হয় তাঁর ইনিংস। 

লিটনের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি শান্ত। মোহাম্মদ নবির বলে সাফির হাতে ক্যাচ দিয়ে শেষ হয় তাঁর ১২ রানের ইনিংস। ১৬ বলের ইনিংসে ২ চার শান্তর ইনিংসে। বৃষ্টি নামার আগে ৩ উইকেট হারিয়ে ৮৪ রান তুলেছে বাংলাদেশ। উইকেটে ৪ রানে সাকিব ও ৮ রানে হৃদয় অপরাজিত আছেন।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ