হোম > খেলা > ক্রিকেট

তর্কে জড়িয়ে শাস্তি পেলেন লিটন-লাহিরু

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। ম্যাচে দুইটি ক্যাচ মিস করে অনেকটা ‘খলনায়ক’ বনে গেছেন বাংলাদেশ ওপেনার লিটন দাস। তবে সেই ম্যাচের রেশ এতটুকুতে শেষ হচ্ছে না। গতকালের ম্যাচে তর্কে জড়িয়ে শাস্তি পেয়েছেন লিটন। একই সঙ্গে শাস্তি পেতে হচ্ছে শ্রীলঙ্কান পেসার লাহিরু কুমারাকে।

লাহিরুর সঙ্গে তর্কে জড়ানোয় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে লিটনকে। লিটনের তুলনায় অবশ্য বেশি শাস্তি পেয়েছেন লাহিরু। তাঁর জরিমানা ম্যাচ ফির ২৫ শতাংশ। জরিমানার সঙ্গে দুজনের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

আইসিসির প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পার্সোনালের আচরণবিধির ধারা-১ ভঙ্গ করায় এই শাস্তি পেয়েছেন দুজন। আইসিসির কোড অব কন্ডাক্টরের লেভেল-২.২০ ভঙ্গ করেছেন লিটন। তবে কুমারা ভেঙেছেন লেভেল-২.৫। এ জন্য তাঁর শাস্তিটা বেশি। দুজনই ম্যাচ রেফারির কাছে দোষ মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি। 

ঘটনাটা বাংলাদেশ ইনিংসের ষষ্ঠ ওভারের। লাহিরুর পঞ্চম বলটা মিড অফে ক্যাচ তুলে দিয়েছিলেন লিটন দাস। উইকেট ছেড়ে আসার সময় লিটনের সঙ্গে কিছু তপ্ত বাক্যবিনিময় হয় শ্রীলঙ্কান পেসারের। তখন অন্য প্রান্ত থেকে এগিয়ে আসেন মোহাম্মদ নাঈম। তিনি ধাক্কা দিয়ে বসেন লাহিরুকে। ধাক্কাধাক্কি, কথার লড়াই—অতঃপর আম্পায়ারদের হস্তক্ষেপে শেষ হয় ঘটনা।

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি