হোম > খেলা > ক্রিকেট

আফগান যুবাদের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ দুপুরে বাংলাদেশ যুবাদের দল ঘোষণা করা হয়। আগামীকাল একদিনের ম্যাচ দিয়ে সিলেটে শুরু হচ্ছে আফগানদের বিপক্ষে সিরিজ।

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এসএম মেহেরব হাসানকে। সহ–অধিনায়কের দায়িত্ব পালন করবেন আইচ মোল্লা। এই সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের বিশ্বকাপ প্রস্তুতি। সিরিজ সামনে রেখে দুই সপ্তাহ আগে থেকেই সিলেটে ক্যাম্প শুরু করে যুবারা।

১৮ সদস্যের দলে তিনজন ওপেনার রেখেছেন নির্বাচকেরা। মিডল অর্ডার ব্যাটসম্যান আছেন সাতজন। বোলিং বিভাগটাও বেশ সমৃদ্ধ। চার পেসারের সঙ্গে দলে রয়েছেন তিন স্পিনার। অলরাউন্ডার আছেন একজন।

সেপ্টেম্বরের ১২,১৪, ১৭ ও ১৯ তারিখ হবে চারটি একদিনের ম্যাচ। একমাত্র চার দিনের ম্যাচটি শুরু হবে ২২ সেপ্টেম্বর। সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল: মোফিজুল ইসলাম রবিন, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, মেহেরাব হাসান (অধিনায়ক), খালিদ হাসান, আইচ মোল্লা, আবদুল্লাহ আল মামুন, গাজি মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মুশফিক হাসান, রিপন মণ্ডল, আশিকুজ্জামান, মহিউদ্দিন তারেক, নাঈমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, শামসুল ইসলাম ও গোলাম কিবরিয়া।

রিজার্ভ: আরিফ আহমেদ অনিক, শাহরিয়ার আল মাহিন।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ