হোম > খেলা > ক্রিকেট

আফগান যুবাদের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ দুপুরে বাংলাদেশ যুবাদের দল ঘোষণা করা হয়। আগামীকাল একদিনের ম্যাচ দিয়ে সিলেটে শুরু হচ্ছে আফগানদের বিপক্ষে সিরিজ।

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এসএম মেহেরব হাসানকে। সহ–অধিনায়কের দায়িত্ব পালন করবেন আইচ মোল্লা। এই সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের বিশ্বকাপ প্রস্তুতি। সিরিজ সামনে রেখে দুই সপ্তাহ আগে থেকেই সিলেটে ক্যাম্প শুরু করে যুবারা।

১৮ সদস্যের দলে তিনজন ওপেনার রেখেছেন নির্বাচকেরা। মিডল অর্ডার ব্যাটসম্যান আছেন সাতজন। বোলিং বিভাগটাও বেশ সমৃদ্ধ। চার পেসারের সঙ্গে দলে রয়েছেন তিন স্পিনার। অলরাউন্ডার আছেন একজন।

সেপ্টেম্বরের ১২,১৪, ১৭ ও ১৯ তারিখ হবে চারটি একদিনের ম্যাচ। একমাত্র চার দিনের ম্যাচটি শুরু হবে ২২ সেপ্টেম্বর। সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল: মোফিজুল ইসলাম রবিন, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, মেহেরাব হাসান (অধিনায়ক), খালিদ হাসান, আইচ মোল্লা, আবদুল্লাহ আল মামুন, গাজি মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মুশফিক হাসান, রিপন মণ্ডল, আশিকুজ্জামান, মহিউদ্দিন তারেক, নাঈমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, শামসুল ইসলাম ও গোলাম কিবরিয়া।

রিজার্ভ: আরিফ আহমেদ অনিক, শাহরিয়ার আল মাহিন।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু