পাকিস্তানে খেলতে আসা নিয়ে ভারতের টালবাহানার গল্প অনেক পুরনো। এবারের ২০২৩ এশিয়া কাপেও একই মনোভাব ভারতের। ভারতের এমন টালবাহানা দেখে ভীষণ চটেছেন জাভেদ মিয়াঁদাদ।
২০২৩ এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ছিল আগে থেকেই। যেখানে সমস্যার সূত্রপাত করেছিলেন জয় শাহ। গত বছরের অক্টোবরে বিসিসিআই সচিব জানিয়েছিলেন, ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। এরপর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দ্বন্দ্ব চলছে। দ্বন্দ্বের অবসানে গত পরশু বাহরাইনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) জরুরি বৈঠক হয়েছিল। তবে দুই পক্ষই যার যার অবস্থানে অটল থাকায় আলোচনা ফলপ্রসূ হয়নি। ভারতের ওপর ক্ষোভ ঝেরে মিয়াঁদাদ বলেন, ‘পাকিস্তানে ক্রিকেট খেলতে ভারত যদি আসতে না চায়, তাহলে ভারত জাহান্নামে যাক। ক্রিকেটে পাকিস্তানের টিকে থাকতে হলে ভারতকে দরকার নেই।’
মিয়াঁদাদের মতে, পাকিস্তানের বিপক্ষে খেলতে ভারত ভয় পায়। পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটার বলেন, ‘ভারত কেন পাকিস্তানের বিপক্ষে খেলতে ভয় পাচ্ছে? তারা জানে যে যদি পাকিস্তানের বিপক্ষে তারা হেরে যায়, জনগণ তাদের (ভারত) ছেড়ে কথা বলবে না।’
পাকিস্তানের মাঠে ভারতীয় ক্রিকেট দল সর্বশেষ খেলেছিল ২০০৮ সালে। সেবার এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত।