খুলনা-বরিশাল ম্যাচে হঠাৎ স্টেডিয়ামের সব লাইট বন্ধ হয়ে যায়। বিপিএলের লিগ পর্বে দুদলই নিজেদের শেষ ম্যাচে খেলছে। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করছে ফরচুন বরিশাল।
ইনিংসের দ্বিতীয় ওভারেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বরিশালের ইনিংসের দ্বিতীয় ওভারের সময় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সব বাতি নিভে হয়ে যায়। সন্ধ্যা ৭টা ৬ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
মাঠ ছেড়ে দুদলের ক্রিকেটারা তখন ড্রেসিংরুমে চলে যান। ৫-৭ মিনিট পর আলো ফিরলেও খেলোয়াড়েরা ১১ মিনিট পর মাঠে নামেন। বরিশাল ইতিমধ্যে এলিমিনেটরে চলে গেছে। শেষ চারের আগেই বিদায় নিয়েছে খুলনা। তাই দুদলের জন্যই এটা স্রেফ নিয়মরক্ষার।