ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করে বেশ ফুরফুরে মেজাজে ভারতীয় দল। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলতে নেমেছেন হার্দিক পান্ডিয়ারা।
হার্দিক অবশ্য ওয়ানডেতে ছিলেন না। টি-টোয়েন্টি দলের সঙ্গে যোগ দিয়ে ভারতীয় অলরাউন্ডার সাক্ষাৎ পেয়েছেন উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার। সামাজিক মাধ্যমে লারার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি।
ভারতের দলের ড্রেসিংরুমে এর আগেও একবার এসেছিলেন লারা। তখন হার্দিকের সঙ্গে দেখা হয়নি। আজ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দেখা পেলেন সাবেক উইন্ডিজ অধিনায়কের।
সিরিজের প্রথম ম্যাচটি চলছে লারার মাঠেই। উইন্ডিজ-ভারতের ম্যাচটি ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে। হার্দিক সামাজিক মাধ্যমে দুজনের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘মধ্যাহ্নভোজে কিংবদন্তির সঙ্গে দেখা। পান্ডিয়ার সব সময়ের প্রিয় লারা।’
হার্দিকের পোস্টে কমেন্ট করেছেন সাবেক লঙ্কান অলরাউন্ডার পারভেজ মারুফ। তিনি দুজনকেই ট্যাগ করে লিখেছেন, ‘মাস্টারের সঙ্গে ব্লাস্টার।’
ইনজুরি থেকে দলে ফিরে আসার পর দারুণ ছন্দে আছেন হার্দিক। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। তবে আজ উইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আলো ছড়াতে পারেননি। ব্যাট হাতে করেছেন ১ রান। এ সংবাদ লেখার সময় বোলিংয়ে এক ওভারে দিয়েছেন ১০ রান।