হোম > খেলা > ক্রিকেট

স্পেনের বিপক্ষে যে ‘লজ্জাজনক’ রেকর্ড 

স্পেন ও আইল অব ম্যানের টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি দেখা তো দূরে থাক, এই ম্যাচের খোঁজখবরও রাখেননি অনেকে। তবে এই ম্যাচের স্কোরকার্ড যাঁরা দেখেছেন, তাঁরা হয়তো প্রথম দেখায় নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। কারণ কার্তাগেনায় গতকাল আইল অব ম্যান অলআউট হয়েছে ১০ রানে। তাতে টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ল আইল অব ম্যান। 

টস হেরে গতকাল ব্যাটিং পেয়েছিল আইল অব ম্যান। ৮.৪ ওভারে ১০ রানে অলআউট হয়ে যায় তারা। দলটির ৭ ব্যাটার রানের খাতা খুলতেই পারেননি, যার মধ্যে এডওয়ার্ড ওয়াকার ছিলেন শূন্য রানে অপরাজিত। সর্বোচ্চ ৪ রান করেন জোসেফ বারোজ। স্পেনের বোলারদের মধ্যে চারটি করে উইকেট নিয়েছেন আতিফ মেহমুদ ও মোহাম্মদ কামরান। ১১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই বলেই খেলা শেষ করে দেয় স্পেন। ২ ছক্কায় ১২ রানে অপরাজিত থাকেন স্পেনের ওপেনার আওয়াইজ আহমেদ। স্প্যানিশদের ১০ উইকেটের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন আতিফ। ৪ ওভার বোলিং করে ৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ২ ওভার মেডেনও দিয়েছেন এই বাঁহাতি পেসার।  

আইল অব ম্যানের আগে এই লজ্জার রেকর্ড ছিল সিডনি থান্ডারের। গত বছর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ১৫ রানে অলআউট হয়েছিল থান্ডার। 

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার

এবার ব্যর্থ সাকিব, বড় ব্যবধানে হারল তাঁর দলও

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি