হোম > খেলা > ক্রিকেট

মিরপুরেও আক্রমণাত্মক খেলে রান করা শেখালেন রয়-বাটলার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুরে পরশু প্রথম ওয়ানডেতে রান করতে রীতিমতো সংগ্রাম করেছেন বাংলাদেশের ব্যাটাররা। রান করতে হিমশিম খেয়েছেন ইংলিশরাও। তবে সেদিনই ডেভিড মালান দেখিয়েছিলেন কীভাবে মিরপুরেও রান করা যায়। আজ দ্বিতীয় ওয়ানডেতে যেটা দেখালেন জেসন রয় ও জস বাটলার। 

রয় ও বাটলার মালানের মতো রয়েসয়ে খেলে রান করেননি। দুজনই খেলেছেন ইংলিশদের রেসিপি ভয়ডরহীন ক্রিকেট। উইকেট বুঝে কীভাবে খেলায় পরিবর্তন আনতে হয়, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন রয় ও বাটলার। শুধু এখানে নয়, আরও একটা জায়গায় দুজনের আক্রমণাত্মক ক্রিকেটের প্রমাণ মেলে। 
 
ওয়ানডেতে একই সঙ্গে ৪০ এর ওপরে গড় ও ১০০ এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং সহজ কথা নয়। এই তালিকার ব্যাটারের সংখ্যা দেখে সেটা আরও ভালোভাবে অনুমান করা যায়। কমপক্ষে ১০০০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে মাত্র সাতজন আছেন এই তালিকায়। 

সাতজনের তালিকার তিনজনই ইংল্যান্ডের। ইংলিশদের আগ্রাসী ক্রিকেটের ফর্মুলাটা এখানে আরও ভালোভাবে ফুটে ওঠে। তিনজনের দুইজন আজ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের ভালোই পরীক্ষা নিয়েছেন। তাঁরা রয় ও বাটলার। টস হেরে আগে ব্যাটিং করা ইংলিশদের ৩০০ ছাড়ানো স্কোরে এই দুজনের বড় অবদান। চতুর্থ উইকেটে দুজনের জুটি ১০৯ রানের। 

ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরির পথে মিরপুরে বেশ কয়েকটি দর্শনীয় শটের উপহর দেন রয়। ১২৪ বলে ১৩২ রান করেছেন এই ওপেনার। বাটলার অবশ্য ৬৪ বলে ৭৬ রানে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ফিরতি ক্যাচের শিকার হয়েছেন। ১১৫ ম্যাচের ১০৯ ইনিংসে রয়ের রান ৪০১৪। গড় ৪০.১১ ও স্ট্রাইক রেট ১০৫. ৯৩। ৪০-এর ওপর গড় ও ১০০ এর ওপর স্ট্রাইক রেটের এই তালিকায় রয় আছেন তৃতীয় স্থানে। অন্যদিকে ১৬৪ ওয়ানডে ম্যাচের ১৩৭ ইনিংসে বাটলারের রান ৪৬২১। গড় ৪১.৬৩ ও স্ট্রাইক রেট ১১৮। এই তালিকায় সবার ওপরে আছেন বাটলার। 

দ্বিতীয় স্থানে আছেন ভারতের শুভমান গিল। ২১ ইনিংসে তাঁর রান ১২৫৪। গড় ৭৩.৭৬ ও স্ট্রাইক রেট ১০৯.৮০। এই তালিকার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে আছেন যথাক্রমে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ভারতের কেদার যাদব ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। সবচেয়ে বেশি ২১৮ ইনিংস খেলেছেন ডি ভিলিয়ার্স। ২১৮ ইনিংসে তাঁর রান ৯৫৭৭। গড় ৫৩.৫০ ও স্ট্রাইক রেট ১০১.০৯।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা