মিরপুর থেকে সিলেট-দুই মাসের ব্যবধানে দুটি ভিন্ন সংস্করণের সিরিজ খেলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দুটি সিরিজকেই এক বিন্দুতে মিলিয়ে দিয়েছে মানকাডিং। ভেন্যু, ফরম্যাট বদলানোর সঙ্গে সঙ্গে ঘটনার ধরনেও রয়েছে ভিন্নতা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। টস জিতে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশের ইনিংসের ৩৯ তম ওভারের ঘটনা। ওভারটি করছিলেন এজাজ প্যাটেল। ব্যাটিং করছিলেন মাহমুদুল হাসান জয়। আর নন স্ট্রাইক প্রান্তে ছিলেন মুমিনুল হক। ওভারের পঞ্চম বল যখন প্যাটেল করেন, সে সময় নন স্ট্রাইক প্রান্ত থেকে অনেকটা বেরিয়ে গিয়েছিলেন মুমিনুল। প্যাটেল বোলিং করার সময় রান আপ হারিয়ে ফেলেছিলেন। হাসি দিয়ে প্যাটেল তখন মুমিনুলের দিকে মুচকি হাসি দেন। মানকাডিং আর করা হয়নি। ১৩ রানে বেঁচে যাওয়া মুমিনুল করেন ৩৭ রান।