হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে মিরপুরের স্মৃতি যেভাবে মনে করাল নিউজিল্যান্ড 

মিরপুর থেকে সিলেট-দুই মাসের ব্যবধানে দুটি ভিন্ন সংস্করণের সিরিজ খেলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দুটি সিরিজকেই এক বিন্দুতে মিলিয়ে দিয়েছে মানকাডিং। ভেন্যু, ফরম্যাট বদলানোর সঙ্গে সঙ্গে ঘটনার ধরনেও রয়েছে ভিন্নতা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। টস জিতে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশের ইনিংসের ৩৯ তম ওভারের ঘটনা। ওভারটি করছিলেন এজাজ প্যাটেল। ব্যাটিং করছিলেন মাহমুদুল হাসান জয়। আর নন স্ট্রাইক প্রান্তে ছিলেন মুমিনুল হক। ওভারের পঞ্চম বল যখন প্যাটেল করেন, সে সময় নন স্ট্রাইক প্রান্ত থেকে অনেকটা বেরিয়ে গিয়েছিলেন মুমিনুল। প্যাটেল বোলিং করার সময় রান আপ হারিয়ে ফেলেছিলেন। হাসি দিয়ে প্যাটেল তখন মুমিনুলের দিকে মুচকি হাসি দেন। মানকাডিং আর করা হয়নি। ১৩ রানে বেঁচে যাওয়া মুমিনুল করেন ৩৭ রান। 

এর আগে গত ২৩ সেপ্টেম্বর মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ইশ সোধিকে মানকাডিং করেছিলেন হাসান মাহমুদ। নিউজিল্যান্ডের ইনিংসের ৪৬ তম ওভারে চতুর্থ বল করার আগেই নন-স্ট্রাইকের ব্যাটার সোধি দাগের বাইরে বেরিয়ে যান। বল রিলিজ না করে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দেন হাসান। পরে রিভিউতেও দেখা যায়, সোধি নন-স্ট্রাইক প্রান্ত থেকে বেরিয়ে গেছেন। আম্পায়ারও আউট দিলেন। পরে তৎকালীন অধিনায়ক লিটন দাস ফিরিয়ে এনেছিলেন সোধিকে। ১৭ রানে বেঁচে যাওয়া সোধি করেন ৩৫ রান।

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক

বাজে রেকর্ডে এক ভারতীয়কে ছাড়িয়ে গেলেন আরেক ভারতীয় ক্রিকেটার

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ও ঘরোয়া ফুটবল স্থগিত

বিপিএলকে ‘টার্গেট’ করে জাতীয় দলে জায়গা করে নিতে চান রিপন