বিশ্বকাপে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানি পেসার অবশ্য এশিয়া কাপে ভারতের বিপক্ষে বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচের পর থেকেই ছন্দে নেই। আজ আহমেদাবাদে নিজেকে ফিরে পাওয়ার জন্য দুর্দান্ত এক মঞ্চ পাচ্ছেন তিনি।
বড় মঞ্চের খেলোয়াড় বলে কথা। আবার প্রতিপক্ষ যদি ভারতের মতো দল হয় তাহলে জ্বলে ওঠার আকাঙ্ক্ষা নিশ্চিতভাবে যেকোনো ক্রিকেটারের বেড়ে যায়। নিজের আগুনে বোলিং দিয়ে আজ সেটাই করে দেখাতে চাইবেন শাহিনও। রোহিত শর্মা–বিরাট কোহলিদের ধসিয়ে দিয়ে নিজের লক্ষ্যও পূরণ করতে চান তিনি। পাকিস্তানি পেসারের লক্ষ্যটা হচ্ছে ৫ উইকেট নিয়ে সেলফি তোলা।
লক্ষ্যের কথা বৃহস্পতিবার অনুশীলন শেষে জানিয়েছেন শাহিন। কয়েকজন সংবাদকর্মী সেলফি তুলতে চাইলে জানান ৫ উইকেট পাওয়ার পর অবশ্যই তা করবেন তিনি। পাকিস্তানি পেসার বলেছেন,‘অবশ্যই সেলফি তুলব। আর সেটা ৫ উইকেট পাওয়ার পরেই।’
সর্বশেষ ভারতের বিপক্ষে বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচে ৩৫ রানে ৪ উইকেট পেয়েছিলেন শাহিন। এরপর থেকেই তাঁর পারফরম্যান্স ভালো নয়। শেষ ৬ ম্যাচে মাত্র ৬ উইকেট পেয়েছেন তিনি। এ সময়ের মধ্যে সেরা বোলিং ফিগার শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে ৫২ রানে ২ উইকেট। আজ সেলফি তুলতে হলে অতীতের ব্যর্থতাকে পেছনে ফেলতে হবে তাঁকে।