হোম > খেলা > ক্রিকেট

ব্যাটে-বলের সমান লড়াইয়ে এগিয়ে পাকিস্তান

করাচিতে পাকিস্তান-ইংল্যান্ড তৃতীয় টেস্টে ব্যাটিং-বোলিংয়ের দারুণ এক লড়াই চলছে। ব্যাটাররা যেমন রান করছেন, বোলাররাও তেমনি উইকেট নিচ্ছেন সমান তালে। ২৯ রানে পিছিয়ে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান।

১ উইকেটে ৭ রানে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। যেখানে শূন্য রানেই প্রথম উইকেট হারিয়েছিল ইংলিশরা। এরপর দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন ওলি পোপ ও বেন ডাকেট। ২৬ রান করা ডাকেটের উইকেট নিয়ে জুটি ভাঙেন নোমান আলি। ডাকেটকে ফেরানোর পরের বলেই জো রুটকে ফেরান নোমান। ডাকেট, রুট দ্রুত ফিরলেও নিজের মত খেলছিলেন পোপ। সাদা পোশাকে ১১ তম ফিফটির দেখা পেয়েছেন পোপ। ৫১ রান করে আবরার আহমেদের বলে বোল্ড হন ইংলিশ এই ব্যাটার। 

৯৮ রানে ৪ উইকেট হারানোর পর উইকেটে আসেন বেন স্টোকস। ২৬ রান করে রান আউটে কাটা পড়েন ইংলিশ অধিনায়ক। ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন হ্যারি ব্রুক ও বেন ফোকস। ব্রুক-ফোকস গড়েন ১১৭ রানের জুটি। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ব্রুক। ১১১ রান করেছেন ব্রুক, যা ইংল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ স্কোর। সেঞ্চুরি করা এই ইংলিশ ব্যাটারকে ফিরিয়েছেন সাদা পোশাকে অভিষেক হওয়া মোহাম্মদ ওয়াসিম। তাতে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৬২ রান। শেষ পর্যন্ত ৩৫৪ রানে অলআউট হয় ইংলিশরা। পাকিস্তানি বোলারদের মধ্যে ৪টি করে উইকেট নিয়েছেন নোমান ও আবরার। 

৫০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। বিনা উইকেটে ২১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা। আব্দুল্লাহ শফিক অপরাজিত আছেন ১৪ রান করে এবং শান মাসুদ ৩ রানে অপরাজিত আছেন।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত