হোম > খেলা > ক্রিকেট

কেন সিদ্ধান্ত থেকে সরে এলেন তামিম

নিজস্ব প্রতিবেদক

আগের দিন চট্টগ্রামে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। এক দিন পর সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন জাতীয় দলের এই ওপেনার। 

কিন্তু কেন সিদ্ধান্ত থেকে সরে এলেন তামিম? চট্টগ্রামে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন, হুটহাট করেই তিনি সিদ্ধান্ত নেননি। অনেক চিন্তাভাবনা করেই জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কাল সিদ্ধান্ত থেকে সরে আসার কারণটাও জানিয়েছেন তিন সংস্করণে ১৫ হাজারের বেশি রান করা তামিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের তিন মাসের কম সময় বাকি। এমন সময়ে ওয়ানডে অধিনায়কের বিদায়ের সিদ্ধান্তে দলের বিশ্বকাপ প্রস্তুতি ও পরিকল্পনায় নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। সেটা দেশের ক্রিকেট মহলের মতো প্রধানমন্ত্রীও উপলব্ধি করেছেন। তাই তামিমকে ফেরাতে উদ্যোগী হন প্রধানমন্ত্রী।

আজ দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই অবসরের সিদ্ধান্ত বদলালেন তামিম। ঘোষণা দেন ফিরে আসার, ‘দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বাসায় দাওয়াত করেছিলেন। তাঁর সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে তুলে নিচ্ছি।’ 

প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করতে না পারার কারণেই অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসা বলেও জানালেন তামিম, ‘আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি, তাঁকে না বলা আমার পক্ষে অসম্ভব। এতে পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও

ভারতের বিপক্ষে বিতর্কিত মন্তব্য করে বিদ্রূপের শিকার আফ্রিদি

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

আইসিসির মান অনেক নিচে নেমে যাচ্ছে, বলছেন ভারতীয় ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকায় অদ্ভুতুড়ে ঘটনায় পরিত্যক্ত মুজিবদের খেলা

এবার অন্য রকম অ্যাশেজ কাটাল অস্ট্রেলিয়া