হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ বাছাইয়ে নেই নিউজিল্যান্ডের দ্রুততম সেঞ্চুরিয়ান 

কোরি অ্যান্ডারসন হয়তো ভেবেছিলেন, যুক্তরাষ্ট্রের হয়ে এবার তাঁর খেলার অপেক্ষা ফুরোবে। কিন্তু তাঁর অপেক্ষা বেড়েই চলেছে। নিউজিল্যান্ডের দ্রুততম সেঞ্চুরিয়ান নেই যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ বাছাইয়ের দলে। 

১৮ জুন জিম্বাবুয়েতে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ড। এই টুর্নামেন্ট সামনে রেখে গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইউএসএ ক্রিকেট। যুক্তরাষ্ট্রের অধিনায়ক করা হয়েছে মোনাংক প্যাটেলকে। প্যাটেলের নেতৃত্বাধীন এই দলে জায়গা হয়নি অ্যান্ডারসনের। 

২০১২-২০১৮ পর্যন্ত নিউজিল্যান্ডের জার্সিতে ১৩ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার। ২০১৪-এর ১ জানুয়ারি কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি করেন তিনি। ৪৭ বলে ১৩১ রানের অপরাজিত ইনিংসটিই অ্যান্ডারসনের ওয়ানডেতে একমাত্র সেঞ্চুরি। শহীদ আফ্রিদির ১৮ বছরের রেকর্ড ভেঙে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের নামে করে নিয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার। ২০১৫ সালে ৩১ বলে সেঞ্চুরি করে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরিয়ান হয়ে যান এবি ডি ভিলিয়ার্স। ২০২০-এর মার্চে অ্যান্ডারসন পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অ্যান্ডারসন অর্জন করেন বলে জানিয়েছে ক্রিকবাজ। তবু সাবেক এই কিউই ক্রিকেটারকে রাখা হয়নি বিশ্বকাপ বাছাইয়ের দলে। 

দশ দল নিয়ে হবে বিশ্বকাপ বাছাই, যার মধ্যে রয়েছে ওয়ানডের সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র। আর ‘বি’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওমান। দুই গ্রুপ থেকে দুই দল অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলবে।

বিকেলে কাঁপালেন মোস্তাফিজ, রাতে সাকিব

ভারতকে একা হাতে শেষ করে দেওয়া কে এই সামির মিনহাজ

হঠাৎ ভাত থেকে স্যান্ডউইচে চলে গেলি, শামীমকে সাইফউদ্দিন

এবারও পাকিস্তানের বোর্ডপ্রধানকে বর্জন করলেন ভারতীয় ক্রিকেটাররা

দুবাইকে জিতিয়ে ম্যাচসেরা মোস্তাফিজ

মিঠুনকে কেন অধিনায়ক করল ঢাকা ক্যাপিটালস

মোস্তারির ফিফটিতে উত্তরাঞ্চলের হ্যাটট্রিক জয়, হেরেই চলেছে পূর্বাঞ্চল

ভারতকে গুঁড়িয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান

১ ওভারে মোস্তাফিজের ৩ উইকেট, হলো না হ্যাটট্রিক

বিপিএলে রাজশাহীর উইকেটরক্ষক আসলে কে, মুশফিক নাকি আকবর