হোম > খেলা > ক্রিকেট

এবারও প্রোটিয়া দুর্গ জয় করা হলো না কোহলিদের

কেপটাউনে জয় পেতে উন্মুখ ছিল ভারত। সিরিজ জয়ের টেস্ট বলে কথা। বিরাট কোহলিদের শরীরী ভাষায় সেটার প্রমাণ মিলছিল। গতকাল তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের এক এলবিডব্লিউ নিয়ে স্টাম্প মাইকে কোহলি-লোকেশ রাহুলদের মন্তব্যগুলো ভালোই আলোচনার জন্ম দিয়েছে। তবে কোনো কিছুই শেষ পর্যন্ত পক্ষে এল না ভারতের। 

তৃতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২১২ রানে জয়ের লক্ষ্যে গতকাল তৃতীয় দিন ২ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছিল প্রোটিয়ারা। আজ চতুর্থ দিনে তাদের দরকার ছিল ১১১ রান। অন্যদিকে ভারতের দরকার ছিল ৮ উইকেট। এক উইকেটের বেশি নিতে পারেননি জসপ্রিত বুমরা-উমেশ যাদবরা। 

এই সিরিজে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় প্রাপ্তি বোধ হয় কিগান পিটারসেন। আজ দিনের দ্বিতীয় ওভারের মোহাম্মদ শামির বলে দুই রান নিয়ে সিরিজে তৃতীয় ফিফটি পূর্ণ করেন পিটারসেন। শার্দূল ঠাকুরের বলে বোল্ড হওয়ার আগে খেলেন গুরুত্বপূর্ণ ৮২ রানের ইনিংস। সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। তিন ফিফটিতে ৪৬ গড়ে ২৭৬ রান করেছেন ২৮ বছর বয়সী এই ব্যাটার। 

পিটারসেনের বিদায়ের পর দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন টেম্বা বাভুমা আর রাসি ফন ডুসেন। দুজনের ৫৭ রানের জুটিতে ৪১ রানে অপরাজিত থাকেন ডুসেন। বাভুমা অপরাজিত থাকেন ৩২ রানে। ৭ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। এ নিয়ে আটবারের চেষ্টায়ও প্রোটিয়া দুর্গ জয় করা হলো না ভারতের।

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

সিলেটকে হারিয়ে ফের টেবিলের শীর্ষে চট্টগ্রাম

পিএসএল নিলামে নাম দিলেন যে ১০ বাংলাদেশি ক্রিকেটার

ক্যারিয়ারসেরা ইনিংসের পর নাসিরের কণ্ঠে ‘আক্ষেপ’

আইসিসিকে আবারও বোঝাবে বিসিবি

মর্যাদার প্রশ্নে আপস করে ভারতে খেলবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

অনিশ্চয়তার পরও বিক্রি হচ্ছে কলকাতায় বাংলাদেশের ম্যাচের টিকিট

নোয়াখালীকে উড়িয়ে দিল ঢাকা, নাসিরের সেঞ্চুরির আক্ষেপ

আসল সত্যটা সবার জানা দরকার, বিপিএল ইস্যুতে ভারতীয় উপস্থাপিকা

ভারতে খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির নীতিনির্ধারকদের সভা