হোম > খেলা > ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবারও অবসর নিলেন আমির

ক্রীড়া ডেস্ক    

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মোহাম্মদ আমিরের অবসর ঘোষণা। ছবি: এএফপি

গতকাল আবারও আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমাদ ওয়াসিম। তাঁর পথ অনুসরণ করে আজ অবসর ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আমির। ২০২১ সালে একবার অবসর ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। কিন্তু ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য অবসর ভেঙে আবারও ফিরেছিলেন দলের প্রয়োজনে। ইমাদের মতো আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩২ বছর বয়সী আমির।

অবসর ঘোষণা দিয়ে আমির এক্সে লিখেছেন, ‘সযত্নে চিন্তা-ভাবনার পর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তগুলো কখনই সহজ নয়, তবে অনিবার্য। আমি মনে করি, এটি সঠিক সময় নতুন প্রজন্মের জন্য সুযোগ করে দেওয়া এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার।’

তরুণদের সুযোগ করে দিতে অবসরের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আমির। পাকিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ১৫৯ ম্যাচে ২৭১ উইকেট নিয়েছেন বল হাতে। পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১১৭৯ রান। পাকিস্তানের জয়ে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতেন আমির।

পাকিস্তানের নতুন ওয়াসিম আকরামের তকমা নিয়ে শুরু করেছিলেন ক্রিকেট ক্যারিয়ার। কিন্তু দারুণ প্রতিভার অপচয় হয়েছে বেশ—স্পট ফিক্সিং, ঠোঁটকাটা স্বভাব এবং ২০২১ সালে অবসরের ঘোষণা দিয়ে বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন। তারপরও পাকিস্তানের জার্সি পরা অনেক সম্মানের আমিরের কাছে, ‘নিজের দেশকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্মান এবং তা চিরকাল থাকবে।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘আমি পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই, যারা বছরের পর বছর আমাকে প্রয়োজনীয় সমর্থন দিয়েছে। পাকিস্তানের ভক্তদের প্রতিও আমি কৃতজ্ঞ, যাদের ভালোবাসা ও সমর্থন আমার ক্যারিয়ারজুড়ে সব সময় পাশে ছিল।’

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল