তামিম ইকবালের আকস্মিক অবসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক সঙ্গে দুটি উত্তর খুঁজতে হচ্ছে এই মুহূর্তে। কে হবেন পরবর্তী ওয়ানডে অধিনায়ক। ওপেনার হিসেবে তামিমের বিকল্প হবেন কে।
এই আফগানিস্তান সিরিজে বিকল্প ওপেনার হিসেবে মোহাম্মদ নাঈমকে নেওয়া হয়েছে। তামিমের আকস্মিক অবসরে আক্ষরিক অর্থেই কপাল খুলতে যাচ্ছে নাঈমের। তবে যদি এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের কথা চিন্তা করা হয়, সে ক্ষেত্রে শুধু নাঈম নয়, আরও অন্তত দুজন বিকল্প ওপেনার দেখতে হবে বাংলাদেশকে। সে ক্ষেত্রে রনি তালুকদার কিংবা হঠাৎ ইমার্জিং এশিয়া কাপ খেলতে যাওয়া সৌম্য সরকারও থাকতে পারেন বিবেচনায়। আবার নাজমুল হোসেন শান্ত-তৌহিদ হৃদয়ের মতো আক্রমণাত্মক ব্যাটারদেরও ব্যাটিং পজিশন বদলে যেতে পারে।
এ বিষয়ে আজ রাতে জরুরি বৈঠকে বসছে বিসিবির পরিচালনা পর্ষদ। রাত ১১টায় সংবাদমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে কথা বলার কথা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।