ব্যাট হাতে সাকিব আল হাসান করেছেন ফিফটি। বল হাতে নিয়েছেন ৪ উইকেট। তাঁর এই অলরাউন্ড নৈপুণ্যেই গ্লোবাল সুপার লিগে সেন্ট্রাল ডিস্ট্রিকসকে ২২ রানে হারিয়েছে সাকিবের দল দুবাই ক্যাপিটালস।
প্রথমে ব্যাট করে ৩৭ বলে সাকিবের ৫৮ রানের সুবাদে ৭ উইকেটে ১৬৫ রান তোলে দুবাই। সাকিবের ১৫৬.৭৫ স্ট্রাইকরেটের ইনিংসটিতে আছে ৭টি চার ও ১টি ছয়। টি-টোয়েন্টিতে টানা তিন ইনিংসে শূন্য করার পর রানে ফিরলেন সাকিব। এই সংস্করণে ১০ ইনিংস পর ফিফটি করলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
বল হাতেও এদিন দুর্দান্ত ছিলেন সাকিব। ৪ ওভার বল করে দিয়েছেন মাত্র ১৪টি রান। ১ মেডেনসহ নিয়েছেন ৪ উইকেট। তাতে প্রতিপক্ষে সেন্ট্রাল ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১৪৪ রানের বেশি তুলতে পারেনি।
ব্যাট হাতেও তিনি সেরা পারফরমার, বল হাতেও—এই ম্যাচের সেরা খেলোয়াড় কে, তা আর বলার দরকার আছে কি?