পাকিস্তানের প্রথম ইনিংসের ব্যাটিংয়েই চাপে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শারিয়ার সাকিবের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আভাসও দিয়েছিল বাংলাদেশ। তবে শেষ রক্ষা হলো না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র যুব টেস্টে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
৩ উইকেটে ১৬৬ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। সাকিব ৪৭ ও একান্ত শেখ ৫ রানে ছিলেন অপরাজিত। একান্ত ১০ রানে ফিরলেও একাই লড়ে গেছেন সাকিব। আলি আসফান্দের এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে খেলেছেন ২৩৫ বলে ১০৬ রানের লড়াকু এক ইনিংস। ৬ উইকেটে ২৬২ রান করা বাংলাদেশ অলআউট হয় ২৯২ রানে। ২২ রানের লক্ষ্যে নেমে দুই পাকিস্তানি ওপেনার আজান আওয়াইস-শাহজাইব খান ৬.৩ ওভারে খেলা শেষ করে দেন। শাহজাইব ১৫ ও আওয়াইস ৪ রানে অপরাজিত ছিলেন।
পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দুই বাঁহাতি স্পিনার আসফান্দ ও আরাফাত মিনহাজ। ৬৬ রান দিয়ে আসফান্দ নেন ৪ উইকেট। আর ৪৯ রান দিয়ে মিনহাজ নিয়েছেন ৩ উইকেট।
এর আগে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ১৪৯ রান। এরপর পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করেছিল ৪২০ রান। শাহজাইব একাই করেন ১৭৪ রান।