হোম > খেলা > ক্রিকেট

ভারতের আগুনে বোলিংয়ে এভাবে পুড়ল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক    

ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৮ রানে শেষ ৬ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ছবি: ক্রিকইনফো

লর্ডসে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের প্রথম তিন দিনের খেলা এগোচ্ছিল প্রথাগত টেস্ট মেজাজেই। দুই দলই খেলতে থাকে সমান তালে। কিন্তু আজ চতুর্থ দিনে এসে হঠাৎ ঘুরে যায় ম্যাচের গতিপথ। ভারতের আগুনে বোলিংয়ে ২০০ রানও করতে পারল না ইংলিশরা।

টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ইংল্যান্ড লর্ডসে ৩৮৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। ভারতও তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩৮৭ রানে। যার ফলে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড যা রান করত, সেটাই হতো ভারতের লক্ষ্য। একটা পর্যায়ে ইংল্যান্ডের স্কোর ছিল ৪ উইকেটে ১৫৪ রান। চোখের পলকে স্বাগতিকেরা অলআউট হয়ে যায় ১৯২ রানে। ১৯৩ রানের লক্ষ্যে এরই মধ্যে ব্যাটিংয়ে নেমেছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ১ উইকেটে ৩৫ রান করেছে সফরকারীরা।

বিনা উইকেটে ২ রান থেকে আজ চতুর্থ দিনে খেলতে নামে ইংল্যান্ড। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংলিশরা। ১৪.৪ ওভারে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৫০ রান। চতুর্থ উইকেট জুটিতে কিছুটা ওয়ানডের গতিতে রান উঠতে থাকে। জো রুট টেস্ট মেজাজে খেললেও হ্যারি ব্রুক তুলনামূলক আক্রমণাত্মক খেলতে থাকেন। ওয়ানডে মেজাজে খেলতে থাকা ব্রুক বোল্ড হয়েছেন আকাশ দীপের বলে। ১৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ব্রুক করেছেন ২৩ রান।

ব্রুকের বিদায়ে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ২১.৩ ওভারে ৪ উইকেটে ৮৭ রান। পঞ্চম উইকেটে ১২৮ বলে ৬৭ রানের জুটি গড়তে অবদান রাখেন রুট-স্টোকস। ৪৩তম ওভারের চতুর্থ বলে রুটকে (৪০) বোল্ড করে জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ডের ইনিংসে এখান থেকেই মড়ক লাগার শুরু। ৩৮ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৯২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। রুটের ৪০ রানই স্বাগতিকদের ইনিংসের সর্বোচ্চ রান। ভারতের ওয়াশিংটন নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা। নিতিশ কুমার রেড্ডি ও আকাশ দীপ নিয়েছেন একটি করে উইকেট।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ