হোম > খেলা > ক্রিকেট

সাকিবদের হারে তলানি থেকে পাঁচে ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিতলেই শেষ চার নিশ্চিত হয়ে যেত ফরচুন বরিশালের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেটি হতে দেয়নি ঢাকা ডমিনেটরস। নিজেদের দশম ম্যাচে বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠল নাসির হোসেনের ঢাকা। ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল সাকিব আল হাসানের বরিশাল।

আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫৬ রান করেছিল বরিশাল। ৭ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে এ রান তাড়া করেছে ঢাকা।

মোহাম্মদ মিথুন ও সৌম্য সরকার ওপেনিং জুটিতে ঢাকার জয়ের ভিত গড়ে দেন। ৭.৪ ওভারে দুজনে তোলেন ৭৪ রান। ২২ বলে ৩৭ রান করে ড্রেসিংরুমে ফেরেন সৌম্য। তবে ফিফটি তুল নেন মিথুন। ৩৬ বলে ৫৪ রান আসে তাঁর ব্যাট থেকে। এ ছাড়া আব্দুল্লাহ আল মামুন করেছেন ২৬ রান। নাসির হোসেন দলকে জিতিয়ে ২০ রানে অপরাজিত থাকেন।

বরিশালের হয়ে সাকিব ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সানজামুল ইসলাম ৩.৫ ওভারে ৩৫ রান দিয়ে নেন ২ উইকেট। 

এর আগে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় বরিশাল। শুরুটা ভালো হলেও পাওয়ার প্লের পর দ্রুত উইকেট হারায় তারা। কোনো উইকেট না হারিয়ে তোলে ৪২ রান। এরপর ৬৬ রানে নেই ৪ উইকেট। দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর রান রেটও কমতে থাকে। ইনিংসে এনামুল হক বিজয়ের সর্বোচ্চ রানের পর শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যামিওতে সেই ধাক্কা কাটিয়ে ওঠে বরিশাল। ৮ উইকেটে সংগ্রহ করে ১৫৬ রান। 

৩৫ বলে ৪২ রান করেন বিজয়। ৯২ রানে পঞ্চম উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ ও সালমান হোসেন এক-দুই খেলে স্কোর বাড়াতে থাকেন। ১৭ ওভারে তাদের রান হয় ৫ উইকেটে ১১১। চ্যালেঞ্জিং স্কোর তোলা নিয়ে শঙ্কা জেগেছিল। 

কিন্তু পরের দুই ওভারে ঝড় ওঠান বরিশালের ব্যাটাররা। ২৭ বলে ৩৯ রান আসে মাহমদুউল্লাহর ব্যাট থেকে। সালমান ১৪ রান করে আউট হন। ৫ বলে ১৭ রান করেন করিম জানাত। ঢাকার হয়ে আমির হামজা ৪ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ম্যাচ সেরা হয়েছেন মিথুন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক