হোম > খেলা > ক্রিকেট

ডোনাল্ডের ওপর অসন্তুষ্ট বাংলাদেশ, ব্যাখ্যা চাইবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, পুনে থেকে

এক আউটেই পুরো ক্রিকেট দুনিয়া তোলপাড়। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে ‘টাইমড আউট’ হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এই আউট নিয়ে দুই ভাগে বিভক্ত ক্রিকেট দুনিয়া। কেউ বাংলাদেশ ও দলের অধিনায়ক সাকিব আল হাসানের পক্ষে, কেউ ক্রিকেটীয় চেতনার প্রশ্নে ম্যাথুসের পক্ষে।

তবে বাংলাদেশ দলের কোচিং স্টাফের সদস্য হয়েও অ্যালান ডোনাল্ড সাকিবদেরই বিপক্ষে গেছেন। তিনি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি এটা দেখতে চাই না। এটা হতে পারে না। এটা হবে না।’ অথচ সাকিব সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি যা করেছেন দেশের জন্য করেছেন। যুদ্ধে নেমে নিজের দলকে জেতাতে যা করা উচিত তিনি সেটাই করেছেন। ডোনাল্ডের ব্যক্তিগত মতামত যেটাই হোক, সেটি এই মুহূর্তে প্রকাশ্যে বলা কতটা উচিত হয়েছে, সেটিই প্রশ্ন ডোনাল্ডেরই সহকর্মীদের।

‘এটা এখন বলার কোনো দরকারই ছিল না। একেবারে ঠিক করেননি, একজন পেশাদার হিসেবে দলের নীতি পছন্দ না হলেও প্রকাশ্যে আপনার কোনো মন্তব্য করা উচিত নয়’—আজ পুনেতে বলছিলেন টিম ম্যানেজমেন্টের এক সদস্য। আর বিসিবির একটি সূত্র জানিয়েছে, ডোনাল্ডের কাছে বোর্ড জানতে চাইবে, কেন তিনি এ ধরনের মন্তব্য করেছেন।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু