হোম > খেলা > ক্রিকেট

ভারতকে এগিয়ে নিচ্ছেন কোহলি

ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন ভেসে গিয়েছিল বৃষ্টিবাধায়। আজও বৃষ্টি বাগড়া দিয়েছিল। তবে বৃষ্টি বাধা পেরিয়ে দিনের খেলা শুরু হলেও নতুন করে বাগড়া দেয় আলোকস্বল্পতা। দিনের প্রথম সেশনে ৩ উইকেট হারানোর পর ভারতকে এগিয়ে নিচ্ছেন বিরাট কোহলি। ৬২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে ফেলেছে ভারত। কোহলি অপরাজিত আছেন ৪০ রানে। তাঁকে সঙ্গ দিচ্ছেন আজিঙ্কা রাহানে (২৮*)।

বৃষ্টির কারণে আজ দ্বিতীয় দিন নির্ধারিত সময়ের ২০ মিনিট পর খেলা শুরু হয়। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অধিনায়ক হিসেবে এ নিয়ে ৩৭ টেস্টের ২০টিতেই টস জিতেছেন উইলিয়ামসন। ২০ টেস্টের ১৫টিতে প্রতিপক্ষকে ফিল্ডিংয়ে করতে পাঠিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। এর ১০টিতেই জিতেছে নিউজিল্যান্ড। বৃষ্টিভেজা উইকেটের সুবিধা নিতে একাদশে একজন স্পিনারও রাখেনি কিউইরা। শুরুতে টিম সাউদি-ট্রেন্ট বোল্টরা যতটা ভয়ংকর হবেন ভাবা হচ্ছিল ততটা হতে পারেননি। এলোমেলো লাইন–লেংথে বল করে খেই হারিয়েছেন।

অন্যদিকে ভেজা উইকেটে সাবলীল শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। দুজনেই দারুণ কিছু শট খেলেছেন উইকেটের দুই পাশে। তবে সময়ের সঙ্গে ঘুরে দাঁড়িয়েছেন নিল ওয়াগনার-কাইল জেমিসনরা। উইকেটও বের করে নিয়েছেন দ্রুতই। ৬২ রানের ওপেনিং জুটি ভাঙে রোহিতের বিদায়ে। জেমিনসনের বলে স্লিপে টিম সাউদির হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত শর্মা (৩৪)। তিন ওভার পর আরেক ওপেনার গিলকে (২৮) উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন বাঁহাতি পেসার ওয়াগনার। থিতু হওয়ার পর আউট হয়েছেন চেতেশ্বর পূজারাও। বোল্টের বলে এলবিডব্লিউ হওয়ার আগে পূজারা করেন ৮ রান।

নোয়াখালী এক্সপেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী