হোম > খেলা > ক্রিকেট

হাসারাঙ্গাকে ছাড়াই বিশ্বকাপ খেলবে লঙ্কানরা

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। বিশ্বকাপে সেরা অলরাউন্ডারকে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই ভারতে খেলতে হবে লঙ্কানদের। 

বিশ্বকাপের দল দেওয়ার জন্য দলগুলোকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শ্রীলঙ্কা দল ঘোষণা করেছে দুই দিন আগেই। দেড় মাসের ওয়ানডে বিশ্বকাপে হাসারাঙ্গাকে পাওয়া সম্ভব নয় জেনেই ২৬ বছর বয়সী অলরাউন্ডারকে দলে রাখেননি লঙ্কান নির্বাচকেরা। 

গত মাসে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) প্লে অফের সময় চোটে পড়েন হাসারাঙ্গা। গ্রেড-৩ মানের হ্যামস্ট্রিং চোটে পড়েন এলপিএলে সর্বোচ্চ ২৭৯ রান ও ১৯ উইকেট পাওয়া অলরাউন্ডার। হাসারাঙ্গাকে পাওয়ার জন্য শেষ পর্যন্ত অপেক্ষায় থেকেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। তিন মাসের আগে সুস্থ হয়ে ফেরা সম্ভব নয় জেনে শেষ পর্যন্ত হাসারাঙ্গাকে দলের বাইরেই রাখতে হয়েছে নির্বাচকদের। 

হাসারাঙ্গার মতো ফর্মে থাকা অলরাউন্ডারকে হারানো শ্রীলঙ্কার জন্য বড় ক্ষতিই। বিশ্বকাপ বাছাইপর্বে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সাত ম্যাচে নিয়েছেন ২২ উইকেট। আইপিএলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এমন একজন ক্রিকেটারকে ছাড়াই শেষ পর্যন্ত দল ঘোষণা করতে বাধ্য হয়েছে লঙ্কান বোর্ড। 

২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ও ২ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ১৯৯৬ বিশ্বকাপজয়ী দলটি। 

বিশ্বকাপে শ্রীলঙ্কার দল: 
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহিশ তিকসানা, দুনিথ ভেল্লালাগে, মাথিসা পাতিরানা, কাসুন রাজিথা, দুশান হেমন্ত, লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কা। 

রিজার্ভ: চামিকা করুণারত্নে

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক