হোম > খেলা > ক্রিকেট

নিরাপত্তা ইস্যুতে এবার মুখ খুললেন হাথুরু

বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ ঘিরে কানপুরে হচ্ছে প্রতিবাদী আন্দোলন। কট্টরপন্থী অখিল ভারতীয় হিন্দু মহাসভা কানপুর টেস্ট বন্ধের প্রতিবাদ জানিয়েছিল কয়েক সপ্তাহ আগে থেকে। রাস্তায় নেমে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেছে সংগঠনটি। গত পরশু গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ করেছে তারা। 

রাস্তা বন্ধ করে আগুন জ্বালিয়ে টেস্ট বন্ধের দাবি জানিয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগে কানপুরে ম্যাচ বাতিলের দাবি করে আসছিল সংগঠনটি। এমন পরিস্থিতির মধ্যে আগামী পরশু কানপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্ট। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার দেওয়া হয়েছে বাংলাদেশ দলকে। 

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দল আস্থা রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর। দুশ্চিন্তা না করে নিজেরা মনোযোগ রাখছে ক্রিকেটে। এ ব্যাপারে এবার মুখ খুললেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেছেন, ‘নিরাপত্তা নিয়ে আমরা বিসিসিআইয়ের ওপর আস্থা রাখছি। আমরা চিন্তিত নই।’ 

এসব ইস্যুর সঙ্গে চেন্নাই টেস্টে হারের অস্বস্তিও আছে বাংলাদেশ দলের। হাথুরুর চাওয়া প্রথম টেস্ট থেকে শিক্ষা অর্জন করে দেশের জন্য নিজেদের নিংড়ে দেবেন শান্ত-লিটনরা। বাংলাদেশ কোচ বললেন, ‘সবচেয়ে বড় মোটিভেশন আসে—তুমি তোমার দেশের হয়ে খেলছ। সবাই দেশের হয়ে খেলতে পারে না। সবাই চায় তুমি ভালো করো। সেটা কীভাবে করা যায়, সামর্থ্য অনুযায়ী খেলা যায়, গত ম্যাচ থেকে শিক্ষা নেওয়া যায় এসব নিয়েই আমরা ভাবছি।’ 

কানপুর স্টেডিয়াম ও টিম হোটেল—নিরাপত্তার চাদরে ঢাকা। হিন্দু মহাসভার প্রথম হুমকি এসেছিল ভারত-বাংলাদেশের সিরিজের প্রথম টি-টোয়েন্টির ব্যাপারে। প্রথম টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল ধর্মশালায়। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের স্টেডিয়ামের ড্রেসিংরুমের সংস্কারকাজের জন্য ম্যাচটি সরিয়ে নেওয়ার অনুরোধ করে। বিসিসিআই তাদের অনুরোধে ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে পরে গোয়ালিয়রে নিয়ে যায়। সেই ম্যাচটি হতে দিতে চায় না হিন্দু মহাসভা।

বিপিএল দেখা যাবে কোন কোন চ্যানেলে

এবারও শুরুর আগেই বিতর্কিত বিপিএল

শুরুর আগে বিপিএলের কমিটিতে পরিবর্তন আনল বিসিবি

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের