হোম > খেলা > ক্রিকেট

ওয়ানডেতেও বিশেষ পর্যবেক্ষণে তামিম 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোমরের ব্যথায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা হয়নি তামিম ইকবালের। ছিটকে পড়ার আগে অবশ্য বিসিবির মেডিকেল বিভাগের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তামিম। আগামী পরশু আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেও পর্যবেক্ষণে আছেন তামিম। 

আজ চট্টগ্রামে বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে তামিমের অবস্থার কথা জানিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ দলের প্রধান কোচ বলেছেন, ‘আমি কারও মেডিকেল ইতিহাস নিয়ে এখানে আলোচনা করতে যাচ্ছি না। সে (তামিম ইকবাল) দুই দিন অনুশীলন করেছে। এখন পর্যন্ত ভালো। রিকভার করছে কি না অনুশীলনে তার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’ 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পরশু চট্টগ্রামে গেছে বাংলাদেশ দলে। সেদিনই সন্ধ্যায় ঐচ্ছিক অনুশীলন করেছেন লিটন দাসরা। বাংলাদেশ দল অনুশীলন করেছে গতকালও। গতকালের অনুশীলন অবশ্য সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না। দলকে ‘ক্লোজ ডোর’ অনুশীলন করিয়েছেন হাথুরুসিংহে। আজকের মতো গত দুই দিন দলের সঙ্গে অনুশীলনে ছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম। এক দিন পরেই যেহেতু সিরিজ শুরু হচ্ছে, স্বাভাবিকভাবে আলোচনায় তাঁর সেরে ওঠা। 

তামিম যেহেতু দলের অধিনায়ক, তিনি খেলতে পারলে অধিনায়কের ব্যাপারেও ভাবতে হবে। হাথুরুসিংহে অবশ্য তাঁর দলে বিকল্প অধিনায়কের ছড়াছড়ি দেখছেন, ‘নির্বাচকদের জন্য এটি দারুণ প্রশ্ন। আমাদের দলে অনেকেই আছে যারা আগে অধিনায়কত্ব করেছে। সম্প্রতি টেস্ট ম্যাচে যখন সাকিব ছিল না, লিটন অধিনায়কত্ব করেছে। এর আগে মুশফিক, সাকিবও অধিনায়কত্ব করেছে। আমাদের যথেষ্ট নেতা আছে। তেমন কিছু হলে নির্বাচকেরা সিদ্ধান্ত নেবেন।’

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা