হোম > খেলা > ক্রিকেট

হেলিকপ্টারে মাঠে আসবে বিপিএলের ট্রফি

ক্রীড়া ডেস্ক    

দুবাই থেকে নতুন ট্রফি বানিয়ে এনেছে বিসিবি। ফাইল ছবি

সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেখতে দেখতেই শেষ হয়েছে ৩৩টি ম্যাচ। এবার অপেক্ষা ফাইনালের। শিরোপা নির্ধারণী ম্যাচে আজ সন্ধ্যায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী।

বিপিএল ফাইনালকে সামনে রেখে বিকেল ৪টা ৩০ মিনিটে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের সামনে বিপিএলের ট্রফি উন্মোচন করা হবে। এবারের বিপিএলে দেওয়া হবে নতুন নকশার ট্রফি–এমন ঘোষণা আগেই দিয়ে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত চমক দিতেই ফাইনালের আগের দিন ট্রফি উন্মোচন করেনি আয়োজকরা। বিপিএলের ট্রফি নিয়ে দুই দলের অধিনায়কের ফটোসেশন হয়নি।

বিপিএলের নতুন নকশার ট্রফি ঘিরে বিসিবির আয়োজনও ব্যতিক্রম। ফাইনালের দিন হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে নামবেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। এরপরই নতুন ট্রফি দেখতে পাবেন সবাই।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিএলের নতুন ট্রফি বানিয়ে আনা হয়েছে দুবাই থেকে। এজন্য খরচ হয়েছে ২৫ হাজার মার্কিন ডলার বা প্রায় সাড়ে ৩০ লাখ টাকা। মাঠে আসার পর ট্রফি উন্মোচন করবেন দুই ফাইনালিস্ট রাজশাহী ও চট্টগ্রামের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শেখ মেহেদী হাসান। এরপর আধা ঘণ্টা ট্রফিটি মাঠে ঘুরিয়ে দেখানো হবে।

ট্রফি না থাকায় ২৫ হাজার বেলুন উড়িয়ে বিপিএল উদ্বোধন করেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। উদ্বোধনী অনুষ্ঠানে স্টেজে পারফর্ম করেছেন তানজিন তিশা, ফুয়াদের মতো তারকারা। ফাইনালেও দর্শকদের জন্য বিনোদনের ব্যবস্থা রেখেছে বিসিবি। এদিন ম্যাচ শুরুর আগে পারফর্ম করতে দেখা যাবে তিশাকে।

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

সাত বছর পর বিপিএল ফাইনালে আরেক তামিমের সেঞ্চুরি

‘বাংলাদেশি সন্দেহে হত্যার পরও ভারতে বাংলাদেশের ম্যাচ কীভাবে রাখে আইসিসি’

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ২০০ রান

বড় ব্যবধানে হেরে বিদায় নিল রিশাদের হোবার্ট

বিপিএল ফাইনালে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

ভারত সফরের মাঝপথে বিশ্বকাপ দলের ক্রিকেটার হারাল নিউজিল্যান্ড

ফাইনাল শুরুর দেড় ঘণ্টা আগে মিরপুরে হাজির বিপিএল ট্রফি

‘পাকিস্তানের উসকানিতেই বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের’

আইসিসির বিরোধ নিষ্পত্তিকরণ কমিটির হস্তক্ষেপ চেয়েছে বিসিবি