হোম > খেলা > ক্রিকেট

ভারতীয় ক্রীড়াঙ্গনের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন শামি

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেও ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি মোহাম্মদ শামি। অস্ট্রেলিয়ার কাছে হেরে দলীয় সাফল্য না পেলেও তাঁর অবিশ্বাস্য পারফরম্যান্স সবার নজর কেড়েছে। এমনটা অবশ্য প্রথম করেননি, গত কয়েক বছর ধরেই দলের হয়ে করে আসছেন ভারতের অন্যতম শীর্ষ পেসার। 

এর স্বীকৃতিও পাচ্ছেন শামি। কিছুদিন আগে তাঁর নামে স্টেডিয়াম করার ঘোষণা দিয়েছে জন্মস্থান উত্তর প্রদেশের সরকার। এবার ২০২৩ সালে দুর্দান্ত পারফরম্যান্স করার জন্য ভারতীয় ক্রীড়াঙ্গনের দ্বিতীয় সর্বোচ্চ অর্জুন পুরস্কার জিতেছেন তিনি। বিশেষ করে বিশ্বকাপের অবিশ্বাস্য পারফরম্যান্সই তাঁকে এই পুরস্কার পেতে সহায়তা করেছে। 

অবশ্য শামি যে অর্জুন পুরস্কার পাবেন, তা আগে থেকেই জানা ছিল। বিসিসিআই থেকে তাঁর নাম প্রস্তাব করা হয়েছিল। আর আজ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিয়েছেন তিনি। নারী-পুরুষ উভয় মিলিয়ে ৫৮তম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছেন বাংলার হয়ে রঞ্জিতে খেলা এই পেসার। সব মিলিয়ে ২০২৩ সালের অর্জুন পুরস্কার জিতেছেন ২৬ জন অ্যাথলেট।

ওয়ানডে বিশ্বকাপে শুরুতে সুযোগ না পেলেও শেষ ৭ ম্যাচ খেলে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হন শামি। ২৪ উইকেট নিয়েছিলেন ৩৩ বছর বয়সী পেসার। এমন অবদানের জন্য পুরস্কারের তালিকায় মনোনয়ন পাওয়ার পর ভীষণ খুশি হন তিনি। বলেন, ‘স্বপ্নপূরণের পুরস্কার। অনেকের জীবনই শেষ হয়ে যায়, কিন্তু এই পুরস্কার জেতা হয় না। এটা খুবই আনন্দের বিষয় এবং আমি গর্ববোধ করছি।’

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা