হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে বিবেচনা করে অলিম্পিকে ক্রিকেটের সূচি

ক্রীড়া ডেস্ক    

দক্ষিণ এশিয়ার দর্শকদের কথা বিবেচনা করে খেলার সময় সূচি তৈরি করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ফাইল ছবি

২০২৮ লস অ্যাঞ্জেলেস দিয়ে অলিম্পিকে ক্রিকেট ফিরছে ১২৮ বছর পর। টেলিভিশনে খেলা দেখতে ভারত, বাংলাদেশ—অর্থাৎ দক্ষিণ এশিয়ার দর্শকদের কথা বিবেচনা করে খেলার সময় সূচি তৈরি করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। সব ম্যাচই হবে ক্যালিফোর্নিয়ার পোমোনা ফেয়ারগ্রাউন্ডে তৈরি করা একটি নতুন ভেন্যুতে।

দিনের প্রথম ম্যাচ স্থানীয় সময় সকাল ৯টায়, আরেকটি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী একটি ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৯টায়, আরেকটি সকাল ৭টায়। আর বাংলাদেশ সময় একটি ম্যাচ রাত ১০টায়, আরেকটি ম্যাচ সকাল সাড়ে ৭টায়।

ক্রিকেটকে আবার অলিম্পিকে ফেরানোর পেছনে অন্যতম কারণ হলো দক্ষিণ এশিয়ার লাভজনক মিডিয়া স্বত্ব ও স্পনসরশিপ বাজারে প্রবেশের চেষ্টা। সে জন্যই এই বিশেষ সূচি করেছে আইওসি। অলিম্পিক কমিটির স্পোর্টস ডিরেক্টর কিট ম্যাককনেল ক্রিকেট ফেরানোর নেতৃত্বে ছিলেন। তিনি বলেন, ‘ক্রিকেট টুর্নামেন্ট পরিকল্পনার সময় উপমহাদেশের মূল ক্রিকেট বাজারকে বিবেচনায় রাখা হয়েছে।’

১২ জুলাই শুরু হবে ক্রিকেট ইভেন্টের খেলা, চলবে ২৯ জুলাই পর্যন্ত। পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেট ইভেন্টে ছয়টি করে দল খেলবে। তিনটি করে দল নিয়ে হবে দুটি গ্রুপ। পদকের ম্যাচগুলো হবে ২০ ও ২৯ জুলাই। ২০ জুলাই মেয়েদের ফাইনাল, ২৯ জুলাই ছেলেদের ফাইনাল।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল