হোম > খেলা > ক্রিকেট

আফগানিস্তান-পাকিস্তান ম্যাচ নিয়ে ক্ষমা চেয়েছে আইসিসি

পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছিল আগে থেকেই। ম্যাচ শুরুর আগে ২০১৯ বিশ্বকাপের মতো দুই দলের সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর আহ্বান জানিয়েছিলেন রশীদ খান। মাত্রাটা ঠিক ততটা না ছড়ালেও উত্তেজনার পারদ ছড়িয়েছে দর্শকদের মধ্যে। 

গতকাল টিকিট থাকা সত্ত্বেও খেলা দেখতে পারেননি অনেক দর্শক। এ নিয়ে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছে আইসিসি। এ ব্যাপারে তদন্তের নির্দেশও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচ ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল আইসিসি। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছিল। যদিও তা পুরোপুরি কাজে আসেনি! মাঠে ৭০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি ছিল। টিকিট বিক্রি শেষ হয়ে গিয়েছিল আগেই। কিন্তু খেলা শুরুর পর দেখা যায় জোর করে মাঠে ঢোকার চেষ্টা করেন অনেক দর্শক। টিকিট থাকা সত্ত্বেও মাঠে ঢুকতে পারেননি অনেকেই। এ নিয়ে তৈরি হয় উত্তেজনা। 

পরে আইসিসি এক বিবৃতিতে জানায়, পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচের জন্য ১৬ হাজার টিকিট বিক্রি করা হয়েছিল। তবু হাজার হাজার দর্শক টিকিট ছাড়াই দুবাই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। দুবাই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণেরর চেষ্টা করে। মাঠের ভেতরে যাঁরা ছিলেন, তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য স্টেডিয়ামের সব গেট বন্ধ করে দেওয়া হয়। 

টিকিট থাকা সত্ত্বেও দর্শক ভেতরে ঢুকতে না পারায় আমিরাত ক্রিকেট বোর্ডকে তদন্তের নির্দেশ দিয়েছে আইসিসি। ভবিষ্যতে যাতে এ রকম না ঘটে, সেই দিকেও নজর দেওয়ার কথা জানানো হয়েছে। এ জন্য ক্ষমা চেয়েছে টুর্নামেন্টের আয়োজক বিসিসিআই ও আমিরাত ক্রিকেট বোর্ডও।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক