হোম > খেলা > ক্রিকেট

পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়ায় ১ বছর নিষিদ্ধ প্রোটিয়া অলরাউন্ডার

ক্রীড়া ডেস্ক    

পিএসএলে ১ বছর নিষিদ্ধ করবিন বোশ ছবি: এএফপি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরি থেকে পেশোয়ার জালমি দলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বোশকে। পিএসএলের পুরো দশম সংস্করণে খেলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু এই অঙ্গীকর বদলে যায় কদিন পরই। আচমকা আইপিএলের ডাক পেয়ে পিএসএলকে না বলে দেন বোশ। কিছুটা বিপর্যয়ে পড়ে পেশোয়ার। সঙ্গে পিএসএলের ভাবমূর্তিতেও কিছুটা আঘাত পড়ে।

মুম্বাই ইন্ডিয়ানসের আরেক প্রোটিয়ার পেসার লিজাড উইলিয়াম চোটে ছিটকে পড়লে বোশকে দলে ভেড়ায় দলটি। এই পেস বোলিং অলরাউন্ডারও দ্বিধা করেননি। ব্যাপারটি ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোশকে তাই আগামী এক বছর পিএসএলে অংশগ্রহণের জন্য নিষিদ্ধ করেছে তারা।

গত জানুয়ারিতে পিএসএলের ড্রাফটের সময় ফাঁকাই ছিলেন বোশ। আইপিএলের মেগা নিলামে কোনো দল পাননি তিনি। পরে দুয়ার খুলল স্বদেশী লিজাডের চোটে। পিএসএলকে না বলায় অবশ্য দুঃখ প্রকাশ করেন বোশ, ‘পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্তে আমি গভীরভাবে অনুতপ্ত। পাকিস্তানের জনগণ, পেশোয়ার জালমির ভক্ত এবং বৃহত্তর ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’

পেশোয়ারের সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এবং আমার কাজের কারণে যে হতাশা সৃষ্টি হয়েছে তা আমি পুরোপুরি বুঝতে পারছি। পেশোয়ার জালমির অনুগত ভক্তদের কাছে আমি আপনাদের হতাশ করার জন্য সত্যিই দুঃখিত।’

এক বছর নিষেধাজ্ঞার শাস্তিও মেনে নিয়েছেন বোশ, ‘আমি আমার কাজের সম্পূর্ণ দায়ভার নিচ্ছি। জরিমানা এবং পিএসএল থেকে এক বছরের নিষেধাজ্ঞাসহ পরিণতিগুলো মেনে নিচ্ছি। এটি একটি কঠিন শিক্ষা ছিল, তবে আমি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন নিষ্ঠা এবং ভক্তদের আস্থা নিয়ে ভবিষ্যতে পিএসএলে ফিরে আসার আশা করি।’

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি