হোম > খেলা > ক্রিকেট

আইসিসির বর্ষসেরা দলে আফগানিস্তান-শ্রীলঙ্কার দাপট, নেই বাংলাদেশ-ভারত

ক্রীড়া ডেস্ক    

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ। ছবি: আইসিসি

২০২৪ সালের সেরা পারফরমারদের বেছে নিয়ে বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে আইসিসি। একাদশে দাপট শ্রীলঙ্কা, আফগানিস্তান ও পাকিস্তানেরই। সেরা একাদশে নেই কোনো বাংলাদেশি ও ভারতীয় ক্রিকেটার। গত বছর মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ ছিলেন উজ্জ্বল। তবে নিজেদের মাঠে শ্রীলঙ্কা ও আরব আমিরাতে আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ দল।

বর্ষসেরা ওয়ানডে দলে ভারতীয় ক্রিকেটারদের জায়গা না পাওয়া অনেকটা স্বাভাবিক। সারা বছরে ভারত খেলেছে মাত্র তিনটি ওয়ানডে। শ্রীলঙ্কা সফরের তিন ওয়ানডের মধ্যে দুটিতেই আবার তারা হেরেছে। শুধু বাংলাদেশ-ভারত নয়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের কোনো ক্রিকেটার জায়গা পায়নি আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে।

এশিয়ার তিনটি দেশ—শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে তৈরি হয়েছে সেরা একাদশ। দলে সর্বোচ্চ চার ক্রিকেটার রয়েছেন শ্রীলঙ্কার, পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটার রয়েছেন তিনজন করে এবং ওয়েস্ট ইন্ডিজের রয়েছেন এক ক্রিকেটার।

বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে আইসিসি রেখেছে শ্রীলঙ্কার চরিত আসালাঙ্কাকে। উইকেটকিপিংয়ের দায়িত্বে আরেক লঙ্কান কুশল মেন্ডিস। ওপেনিংয়ে পাকিস্তানের সাইম আইয়ুবের সঙ্গে আছেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। তিন নম্বরে পাতুম নিশাঙ্কা ও চারে কুশলকে ব্যাটিংয়ের জন্য রাখা হয়েছে। ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বরে আসালাঙ্কা, ছয় নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শেরফানে রাদারফোর্ড।

সাতে রাখা হয়েছে আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে। আট নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার লেগ স্পিনার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুই বিশেষজ্ঞ পেসার হিসেবে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ আছেন। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সেরা একাদশে সুযোগ পেয়েছেন আফগানিস্তানের আল্লাহ মোহাম্মদ গজনফার।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ: সইম আইয়ুব (পাকিস্তান), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), পাতুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা, উইকেটকিপার), চরিত আসালাঙ্কা (শ্রীলঙ্কা, অধিনায়ক), শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), হারিস রউফ (পাকিস্তান) ও আল্লাহ মোহাম্মদ গজনফার (আফগানিস্তান)।

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ

অ্যাশেজ হার ঠেকাতে ইংল্যান্ড একাদশে আছেন কারা

পান্ডিয়ার অনন্য ডাবল, ফর্মে ফেরার বার্তা দিলেন সূর্য

একদম শোয়াই ফেলব—শান্তর হুংকারের জবাবে কী বললেন মিরাজ