হোম > খেলা > ক্রিকেট

হতাশা বাড়ালেন মুশফিক-রাব্বী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৃতীয় দিনে বাংলাদেশের দারুণ শুরুটা মিলিয়ে গেছে সেশনের শেষের হতাশায়। ফলো-অনের শঙ্কা নিয়ে পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। বৃষ্টির কারণে আজ খেলা শুরু হতে ২০ মিনিট দেরি হয়। দিনের প্রথম ওভারে লিজাড উইলিয়ামসের প্রথম তিন বলে টানা তিনটি চার মারেন ইয়াসির আলী রাব্বী।

আত্মবিশ্বাসী শুরুটা এগিয়ে নিতে থাকেন মুশফিকুর রহিম আর রাব্বী। দুজনের জুটি দ্বিতীয় দিনের ব্যাটিং বিপর্যয়ের হতাশায় প্রলেপ দেওয়ার পথেই এগোচ্ছিল। ৭০ রানের জুটিটা ভাঙে রাব্বীর বিদায়ে। কেশব মহারাজের ফুলার লেংথের বলটা ফ্লিক করতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ দিয়ে বসেন রাব্বী। 

শটটা যে ভুল খেলে ফেলেছেন আউটের পর রাব্বীর ব্যাট ছুড়ে মারতে চাওয়ার হতাশায় বলেই দেয়। ৮৭ বলে ৪৭ রানের ইনিংসটা ৭ চারে সাজান এ ব্যাটার। রাব্বীর বিদায়ের পর মিরাজকে সঙ্গে নিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৫ তম ফিফটি পূর্ণ করেন মুশফিক। তবে ফিফটির পর মাথায় ভূত ছাপে এ অভিজ্ঞ ব্যাটার। অফ স্পিনার সাইমন হারমারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন মুশফিক। তাঁর ব্যাট থেকে আসে ৫১ রান। 

প্রোটিয়াদের ৪৫৩ রানের জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয় পড়া বাংলাদেশের আশার বাতি হয়ে ছিলেন মুশফিক আর রাব্বী। অল্প সময়ের ভেতর দুজনের বিদায় ড্রেসিংরুমে হতাশা ছুঁয়ে যায়। ৭ উইকেট হারিয়ে ২১০ রান নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ। মিরাজের সঙ্গে শূন্য রানে অপরাজিত আছেন তাইজুল ইসলাম। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ২৪৩ রান।

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া