হোম > খেলা > ক্রিকেট

হতাশা বাড়ালেন মুশফিক-রাব্বী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৃতীয় দিনে বাংলাদেশের দারুণ শুরুটা মিলিয়ে গেছে সেশনের শেষের হতাশায়। ফলো-অনের শঙ্কা নিয়ে পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। বৃষ্টির কারণে আজ খেলা শুরু হতে ২০ মিনিট দেরি হয়। দিনের প্রথম ওভারে লিজাড উইলিয়ামসের প্রথম তিন বলে টানা তিনটি চার মারেন ইয়াসির আলী রাব্বী।

আত্মবিশ্বাসী শুরুটা এগিয়ে নিতে থাকেন মুশফিকুর রহিম আর রাব্বী। দুজনের জুটি দ্বিতীয় দিনের ব্যাটিং বিপর্যয়ের হতাশায় প্রলেপ দেওয়ার পথেই এগোচ্ছিল। ৭০ রানের জুটিটা ভাঙে রাব্বীর বিদায়ে। কেশব মহারাজের ফুলার লেংথের বলটা ফ্লিক করতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ দিয়ে বসেন রাব্বী। 

শটটা যে ভুল খেলে ফেলেছেন আউটের পর রাব্বীর ব্যাট ছুড়ে মারতে চাওয়ার হতাশায় বলেই দেয়। ৮৭ বলে ৪৭ রানের ইনিংসটা ৭ চারে সাজান এ ব্যাটার। রাব্বীর বিদায়ের পর মিরাজকে সঙ্গে নিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৫ তম ফিফটি পূর্ণ করেন মুশফিক। তবে ফিফটির পর মাথায় ভূত ছাপে এ অভিজ্ঞ ব্যাটার। অফ স্পিনার সাইমন হারমারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন মুশফিক। তাঁর ব্যাট থেকে আসে ৫১ রান। 

প্রোটিয়াদের ৪৫৩ রানের জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয় পড়া বাংলাদেশের আশার বাতি হয়ে ছিলেন মুশফিক আর রাব্বী। অল্প সময়ের ভেতর দুজনের বিদায় ড্রেসিংরুমে হতাশা ছুঁয়ে যায়। ৭ উইকেট হারিয়ে ২১০ রান নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ। মিরাজের সঙ্গে শূন্য রানে অপরাজিত আছেন তাইজুল ইসলাম। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ২৪৩ রান।

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি