ওয়ানডেতে ৭০০০ রান করেছেন সাকিব আল হাসান ৫০ ওভারের ফরম্যাটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন এই অলরাউন্ডার। এ পর্যন্ত তাঁর চেয়ে বেশি—২৩৩ ইনিংসে ৮১৪৬ রান তামিম ইকবালের। ২৪৩ ইনিংসে মুশফিকুর রহিমের ৬৯০১ রান।
আর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। ১৬.৩ ওভারে ৮১ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। ৪ ও ৫ নম্বরে নেমে সাকিব আল হাসান-তৌহিদ হৃদয় দলের স্কোর বাড়াচ্ছেন। এ পর্যন্ত দুজনে মিলে তুলেছেন ৩৫ রান।
২০ রানে ব্যাটিং করছেন ওয়ানডেতে আজ অভিষেক হওয়া হৃদয়। সাকিব ব্যাটিং করছেন ৩৪ রানে। এ প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩ ওভারে ৩ উইকেটে ১১৬ রান। এর আগে কার্টিস কাম্ফারের ২০তম ওভারের পঞ্চম বলে এক রান নিয়ে সাত হাজার পূর্ণ করেন সাকিব। আইরিশদের বিপক্ষে নামার আগে সাকিবের ওয়ানডে রান ছিল ৬৯৭৬ রান।