হোম > খেলা > ক্রিকেট

কোহলি-রোহিতের বেতন এখন ৯ কোটি টাকা

চোট কাটিয়ে ফিরে এসে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় জায়গা পেয়েছেন তিনি। গতকাল বিরাট কোহলি-রোহিত শর্মাদের বার্ষিক চুক্তি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

এবার চার ক্যাটাগরিতে ভারতীয় ক্রিকেটারদের বেতন দেবে বিসিসিআই। শ্রেনিগুলো হচ্ছে এ‍+, এ, বি এবং সি। এ‍+ শ্রেণিতে আছেন চারজন ক্রিকেটার। ভারতীয় অধিনায়ক রোহিতের সঙ্গে এই ক্যাটাগরিতে আছেন কোহলি, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা। বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৯৪ লাখ টাকা পাবেন তাঁরা।

সর্বোচ্চ ক্যাটাগরির পরে ‘এ’ শ্রেণিতে আছেন পাঁচজন ক্রিকেটার। তাঁরা হচ্ছেন—হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ঋষভ পন্ত ও অক্ষর প্যাটেল। এই ক্যাটাগরির ক্রিকেটার পাবেন বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৫৪ লাখ টাকা

‘বি’ ক্যাটাগরিতে আছেন ছয়জন ক্রিকেটার। চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুলের সঙ্গে এই শ্রেণিতে আছেন শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব ও শুভমান গিল। বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৯৩ লাখ টাকা ধরা হয়েছে এই ক্যাটাগরির ক্রিকেটারদের বার্ষিক বেতন। 

আর ‘সি’ ক্যাটাগরি হচ্ছে একাদশে পূর্ণ। এই ক্যাটাগরিতে ভারতের ১১ জন ক্রিকেটার হচ্ছেন—উমেশ যাদব, শিখর ধাওয়ান, শার্দুল ঠাকুর, ঈশান কিষান, দীপক হুদা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং ও কেএস ভরত। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩১ লাখ টাকা পাবেন এই ১১ জন ক্রিকেটার।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা