হোম > খেলা > ক্রিকেট

সাকিবরাও বিশ্বাস করতে পারছেন না ওয়ার্নের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেন ওয়ার্নের আচমকা মৃত্যুর সংবাদ নাড়িয়ে দিয়েছে ক্রিকেট বিশ্ব। সর্বকালের সেরা লেগ স্পিনার ও অস্ট্রেলিয়া কিংবদন্তির মৃত্যুতে বিশ্বজুড়ে শোক প্রকাশ করছেন তাঁর সতীর্থ, উত্তরসূরি, পূর্বসূরি, প্রতিপক্ষ-প্রায় সবাই। শোকবার্তার এই মিছিলে যোগ দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। 

ওয়ার্নের মৃত্যুতে সাকিব আল হাসান লিখেছেন, ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার, বন্ধু ও সকল ভক্তের প্রতি থাকল আমার আন্তরিক সমবেদনা। যত দিন ক্রিকেট থাকবে আমাদের হৃদয়ে, এই কিংবদন্তি লেগ স্পিনারও থাকবেন আমাদের হৃদয়ে। 

তামিম ইকবাল লিখেছেন, একজন কিংবদন্তি চলে গেলেন। শেন ওয়ার্ন, এই খেলাটির সর্বকালের অন্যতম সেরা বেলার। 

মাশরাফি বিন মুর্তজা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শোক বার্তায় লিখেছেন, খবরটা শুনে হতবাক হয়ে গেলাম, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল!

সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম-তিনি একজন জাদুকর, প্রতিভার ভান্ডার! সে যখন তার বল ছাড়ার আগে একটু বিরতি নিত, তখন ক্রিকেটপ্রেমীদেরও অপেক্ষা শুরু হতো আরেকটা জাদু দেখার জন্য। আর দেখা হবে না সেই জাদু।

পৃথিবী থেকে হারিয়ে গেলেন আরেকজন ‘জাদুকর’।

ওপারে ভালো থাকবেন, ওয়ার্ন! 

মুশফিকুর রহিম লিখেছেন, শেন ওয়ার্ন আর নেই খবরটা শুনে আমি সত্যিই ধাক্কা খেয়েছি। কিংবদন্তির আত্মার শান্তি কামনা করছি। খুব দ্রুতই চলে গেলেন...

টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ লিখেছেন, ৫২ বছর বয়সে মারা গেলেন শেন ওয়ার্ন। # আমরা শোকাহত# শেন ওয়ার্ন। 

মোস্তাফিজুর রহমান লিখেছেন, শেন ওয়ার্নের মর্মান্তিক খবর শুনে আমি বিধ্বস্ত। আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। এটা বিশ্বাস করতে পারছি না।

চাপ সামলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ক্রিকেটারের সেঞ্চুরি

পয়েন্ট কাটা নয়, বাংলাদেশের চাওয়া গুরুত্বের সঙ্গেই দেখছে আইসিসি: বিসিবি

পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন জেনেও তাঁদের নিয়ে বিশ্বকাপের দল দিল নিউজিল্যান্ড

বিশ্বকাপে কেমন দল দিল বাংলাদেশের গ্রুপ প্রতিদ্বন্দ্বী নেপাল

ভারতে না খেললে বাংলাদেশের পয়েন্ট কাটা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে বাধা ভারতের ‘ইগো’

নিলামের আগেই পিএসএল জানাল, খেলবেন মোস্তাফিজ

বিমানবন্দরে জিম্বাবুয়ের তালে তালে নেচেছে বাংলাদেশ

কলকাতা কি মোস্তাফিজকে ক্ষতিপূরণ দেবে

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’