টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। বিশ্বমঞ্চে ভারতকে হারিয়ে ইতিহাস বদলে দিয়ে ম্যাচে রেকর্ডের পাতায় উলটপালট করে দিয়েছে বাবর আজমের দল। টি-টোয়েন্টিতে এই প্রথম ১০ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। বিপরীতে প্রথমবার ১০ উইকেটের হারের স্বাদ পেল ভারত।
১০ উইকেটের এই জয়ে বড় অবদান রেখেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। রেকর্ড ব্যবধানে জয়ের ম্যাচে রেকর্ড বইয়ে নাম তুলেছেন তাঁরাও। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের জুটির পাশে লেখা থাকবে বাবর রিজওয়ানের নাম। ভারতের বিপক্ষে এই দুজনের ১৫২ রানের জুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি।
এর আগে ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড উদ্বোধনী জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিতিয়েছিল ক্রিস গেইল আর ডেভন স্মিথ। আজকে ম্যাচের আগ পর্যন্ত গেইল-স্মিথের ১৪৫ রানের উদ্বোধনী জুটি ছিল বিশ্বকাপে সর্বোচ্চ। ৮ উইকেটে জেতা ম্যাচে ১৪৫ রানে আউট হয়েছিলেন স্মিথ। আজ অবশ্য ১৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েই দলকে জিতিয়েছেন বাবররা।
১৪ বছর আগের সেই রেকর্ড ভেঙে ভারতের বিপক্ষে নতুন ইতিহাস লিখলেন বাবর-রিজওয়ান। বিশ্বকাপের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটির এই তালিকার তিনেও পাকিস্তান। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১৪২ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন কামরান আকমল আর সালমান বাট। পাকিস্তান ম্যাচটি জিতেছিল ৭ উইকেটে। আজকের আগ পর্যন্ত সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটির প্রথম দুটির একটিও অবিচ্ছিন্ন ছিল না। বাবর রিজওয়ানের আজকের এই মাইলফলক সেদিক দিয়ে অনন্য।