হোম > খেলা > ক্রিকেট

ভারত-পাকিস্তান সেমিফাইনালে খেলবে, বলছেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার বাজিত খান

২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে  নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়ে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। টি-টোয়েন্টি সংস্করণের প্রথম দুই বিশ্ব চ্যাম্পিয়ন ছাড়াও গ্রুপ ‘২’-এ আছে নিউজিল্যান্ড-আফগানিস্তানের মতো দল। প্রথম রাউন্ড থেকে উঠে আসতে পারে শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশও। 

তবে প্রতিপক্ষ যেমনই হোক, ভারত-পাকিস্তান ছাড়া  গ্রুপ ‘২’ থেকে আর কোনো দলের সেমিফাইনালে খেলার সম্ভাবনা দেখছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাজিত খান। কেন ভারত-পাকিস্তান সেমিফাইনালে খেলবে সেই কারণও ব্যাখ্যা করেছেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার। 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দিচ্ছেন বাজিত। স্টার স্পোর্টসের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘পাকিস্তান সেমিফাইনালে খেলবে—এটা বলার কারণ হিসেবে আমি বলব, বিশ্বকাপটা হচ্ছে আরব আমিরাতে। পাকিস্তানের এই পরিবেশ ভালো করেই জানা। এখানে ২০০ বনাম ২০০ রানের ইনিংস আশা করা বৃথা। পাকিস্তানের বোলাররা জানে এখানকার উইকেটে কীভাবে বল করতে হবে, কোথায় বল করতে হবে।’

ভারতের সেমিফাইনালে খেলার কারণ হিসেবে বাজিতের ব্যাখ্যা, ‘ভারতও তাদের স্পিনারদের ওপর নির্ভরশীল। আর এ ধরনের উইকেট তাদের বোলারদের জন্য একদম ঠিক আছে। ১৬০-১৭০ রান করতে পারলেই ভারত ভালো করবে।’

গ্রুপ ‘১’-এ আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মতো শক্তিশালী চার দল। এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের সম্ভাবনা বেশি দেখছেন বাজিত, ‘ওয়েস্ট ইন্ডিজকে কখনোই হিসাবের বাইরে রাখা যাবে না। এরা কখন কী করে বসে কেউ জানে না। আমিরাতের উইকেটে ইংল্যান্ডের জন্য কঠিন হলেও এই দলের গভীরতা অনেক। তাই তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনাও অনেক।’

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ