হোম > খেলা > ক্রিকেট

প্রোটিয়াদের ভালোই জবাব দিয়ে দিন পার লঙ্কানদের

ক্রীড়া ডেস্ক    

প্রোটিয়াদের জবাব দিচ্ছে লঙ্কানরা। ছবি: এএফপি

পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৩৫৮ রানের বিপরীতে আজ দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ২৪২ রান তুলেছে লঙ্কানরা। স্বাগতিকদের চেয়ে ১১৬ রানে পিছিয়ে থেকে কাল আবারও মাঠে নামবে অতিথিরা।

দলকে সুবিধাজনক অবস্থায় রেখে কিছুটা আক্ষেপ নিয়ে ফেরেন শ্রীলঙ্কান ওপেনার পাতুম নিসাঙ্কা। ৮৯ রানে বোল্ড হন কেশভ মহারাজের বলে। ১৫৭ বলের ইনিংসে মেরেছেন ১১টি চার ও ১টি ছক্কা। ফেরেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। দিমুথ করুনারত্নে ও নিসাঙ্কা ওপেনিং জুটিতে তোলেন ৪১ রান। ২০ রানে কাগিসো রাবাদার শিকার হন করুনারত্নে।

দ্বিতীয় উইকেটে দিনেশ চান্দিমালকে সঙ্গে নিয়ে ১০৯ রানের দারুণ এক জুটি গড়েন নিসাঙ্কা। ৪৪ রানে চান্দিমালকে ফিরিয়ে ড্যান পিটারসন ব্রেক-থ্রু এনে দেন প্রোটিয়াদের। দলীয় ১৫০ রানে তৃতীয় উইকেট হারায় লঙ্কানরা। তারপর অ্যাঞ্জেলো ম্যাথুস ও নিসাঙ্কা দলের রান বাড়াতে থাকেন। সেঞ্চুরির পথে হাঁটছিলেন নিসাঙ্কা। কিন্তু দলীয় ১৯৯ রানে এই ওপেনার আউট হলে ভাঙে ৪৯ রানের জুটি।

চতুর্থ উইকেটে কামিন্দু মেন্ডিসকে নিয়ে ৪৩ রানে জুটিতে দিন পার করেছেন ম্যাথুস। কামিন্দু ৩০ ও ম্যাথুস ৪০ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার রাবাদা, পিটারসন ও মহারাজ একটি করে উইকেট নিয়েছেন।

তার আগে ৩৫৮ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। আগের দিনের ৭ উইকেটে ২৬৯ রান থেকে আজ আবার ব্যাটিংয়ে নামে তারা। বাকি তিন উইকেটে যোগ করেন ৮৯ রান। ৪৮ রানে অপরাজিত থাকা কাইল ভেরেইনে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩৩ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। শ্রীলঙ্কার লাহিরু কুমারা নিয়েছেন ৪ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন আসিতা ফার্নান্দো।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ