দ্বিতীয় দিন দেড় সেশনেরও কম সময় ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে বাংলাদেশ। তাতেই ব্যাটিং-ধস। ব্যর্থতার সারিতে নতুন টপ অর্ডার, ধস সামালতে পারেনি পুরোনো মিডলঅর্ডারও। ছন্দহীনতায় এই টেস্টে নেই মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। চোটে আগেই ছিটকে গেছেন তামিম ইকবাল। তিনজনের জায়গা নিয়ে চট্টগ্রাম টেস্টে টপ অর্ডারে খেলছেন জাকির হাসান, ইয়াসির আলী রাব্বি ও লিটন দাস। তিন থেকে ওপেনিংয়ে উঠে এসেছেন নাজমুল হোসেন শান্ত।
জাকির ও লিটন তাঁদের ইনিংসের পূর্ণতা দিতে পারেননি। ৫ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ এই দুজনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আশা দেখছিল। ৩৪ রানের জুটি থামে লিটনের ক্ষণিকের উত্তেজনায়। অভিষিক্ত জাকির আউট হয়েছেন ২০ ও লিটন ২৪ রানে। রাব্বি ৪ রানের বেশি করতে পারেননি। বাংলাদেশ ইনিংসের প্রথম বলেই মোহাম্মদ সিরাজের বলে ক্যাচ আউট হন শান্ত। স্বাভাবিকভাবে হতাশ হওয়ারই কথা। সেটা হয়েছেনও রঙ্গনা হেরাথ। দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে এসে হেরাথ বলছিলেন, নতুন টপ অর্ডারের কাছে আরও বেশি প্রত্যাশা ছিল।
তবে এখনই সব শেষ হয়ে যায়নি বলে জানালেন হেরাথ। বলেছেন, ‘৮ উইকেট হারানো হতাশাজনক। কিন্তু এটাই টেস্ট ক্রিকেট। আরও তিন দিন বাকি আছে। আমাদের টিকে থাকতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে।’
হেরাথ আরও বলেছেন, ‘টেস্ট ক্রিকেট সহজ না। সব সময় আপনার স্কিল, টেম্পারমেন্ট, ধৈর্যের পরীক্ষা নেবে। এ জন্য আপনাকে কঠিন লড়াই করতে হবে। আমরা মোমেন্টাম পেয়েছিলাম কিছু জায়গায়, কিন্তু কোথাও হারিয়েছিও। আমার মনে হয় না এটা টেকনিক, সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় উন্নতি দরকার।’