তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের পরই তোলপাড় ক্রিকেট বিশ্ব। মাশরাফি বিন মর্তুজা থেকে মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদসহ অনেকেই গতকাল তামিমের বিদায়ে কিছু না কিছু বলেছেন। তবে বন্ধু তামিমের বিদায়ের ধাক্কা কাটাতেই যেন সাকিব আল হাসানের একটু সময় লেগেছে। বন্ধুকে নিয়ে আজ সকালে সামাজিক মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাকিব।
চট্টগ্রামে চলছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। গত পরশু প্রথম ওয়ানডেতে খেলেন তামিম, যা তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচ। আর বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক গতকাল দুপুরে কাঁদতে কাঁদতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সদ্য সাবেক হওয়া তামিমকে নিয়ে স্মৃতি রোমন্থন করেছেন সাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডার আজ সকালে ফেসবুকে লিখেছেন, ‘২০০৩ থেকে জাতীয় দলের অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে আমাদের একসাথে প্রথম পথ চলা এবং গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন ও লক্ষ্যগুলো একসাথে ভাগ করে একটি দৃঢ় বন্ধন ও বন্ধুত্ব গড়ে তুলেছি। বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ ও আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে। একই লক্ষ্য অর্জন করতে আমরা একে অপরের ওপর নির্ভর করেছিলাম আমাদের দেশের জয়লাভ করার জন্য।’
বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন তামিম। তিন সংস্করণ মিলে ৩৮৫ ম্যাচে ৩৫.৩৯ গড়ে করেছেন ১৫১৪৮ রান। সর্বোচ্চ ২৫ সেঞ্চুরির রেকর্ডও করেছেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। রেকর্ডের কথা উল্লেখ করে তামিমকে শুভকামনা জানিয়ে সাকিব বলেছেন, ‘তোমার রান ও রেকর্ডগুলো নিজের পক্ষে কথা বলে এবং তুমি যা অর্জন করেছ, সতীর্থ হিসেবে তার জন্য আমরা অত্যন্ত গর্বিত। তোমার সঙ্গে আর মাঠে না থাকাটা অদ্ভুত হবে...কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব, তোমার আগুন তখন আমাদের সবার ভেতরে জ্বলবে। তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সাথে নতুন মুহূর্তগুলো উপভোগ করো।’
এ বছরের ফেব্রুয়ারিতে সাকিব-তামিম দ্বন্দ্বের কথা প্রকাশ্যে এনেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ড্রেসিংরুমে ‘গ্রুপিংয়ের’ কথাও গণমাধ্যমকে জানিয়েছিলেন বিসিবির সভাপতি।