হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে হোল্ডার

সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শুধু হারা বললে অবশ্য বর্তমান চ্যাম্পিয়নদের জন্য কম হয়ে যায়! নিজেদের নামের প্রতি সুবিচার করে দুটো ম্যাচেই কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি তারা। টানা দুই হারে সেমিফাইনালের স্বপ্ন এখন নিভু নিভু প্রায় ওয়েস্ট ইন্ডিজের। 

বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচের আগে মূল দলে অন্তর্ভুক্ত করা হয়েছে জেসন হোল্ডারকে। আগে থেকেই অবশ্য সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে ছিলেন এই অলরাউন্ডার, তবে রিজার্ভ খেলোয়াড় হিসেবে। এবার যোগ হলেন মূল দলে। পেসার ওবেদ ম্যাকয়ের বদলে এই দলে ঢুকেছেন হোল্ডার। চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন ম্যাকয়। 

ইংল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচ খেলেছিলেন ম্যাকয়। ডান পায়ের চোটে পড়ায় পরের ম্যাচের একাদশে ছিলেন না। সেই চোটেই বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে তাঁকে। ম্যাকয়ের বদলে হোল্ডারকে উইন্ডিজের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে আইসিসি। 

টানা দুই হারের পর শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে হোল্ডারকে। এই অলরাউন্ডারের অন্তর্ভুক্তি নিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার বলেছেন, ‘সে (হোল্ডার) আগে থেকেই সংযুক্ত আরব আমিরাতে আছে। দলের সঙ্গে মানিয়ে নিতে তাই সমস্যা হবে না। সে একজন অভিজ্ঞ ও বিচক্ষণ খেলোয়াড়। এই সুযোগ সে লুফে নিতে চাইবে।’ 

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা