হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের পরাজয়ের রাতে নাচলেন রশিদ-পাঠান

টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালেও আফগানিস্তান পারছিল না ওয়ানডে সংস্করণে। এশিয়া কাপ, বিশ্বকাপ, ওয়ানডে সিরিজ-সব খানেই কাছাকাছি গিয়ে পা হড়কাচ্ছিল আফগানরা। অবশেষে গতকাল চেন্নাইতে বিশ্বকাপের মঞ্চে ‘পাকিস্তান ডেডলক’ ভাঙে হাশমাতুল্লাহ শাহিদীর আফগানিস্তান। পাকিস্তানকে হারানোর পর স্বাভাবিকভাবেই ছিল আফগানদের বাধভাঙা উচ্ছ্বাস। 

প্রথমে ব্যাটিং করে পাকিস্তান করেছিল ৭ উইকেটে ২৮২ রান। রান তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে স্কোর লেভেল করে আফগানিস্তান। ৪৯ তম ওভারের শেষ বলে শাহিন শাহ আফ্রিদিকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মারেন আফগান অধিনায়ক শাহিদী। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে জয় নিশ্চিত হওয়ার পর উল্লাসে ফেটে পড়ে আফগানিস্তান ডাগআউট। বিজয়ের উল্লাসে এরপর মাঠ প্রদক্ষিণ করে আফগান ক্রিকেট দল। বিশেষ করে, রশিদ খানের উচ্ছ্বাস ছিল দেখার মতো। মাঠের মধ্যেই নাচানাচি শুরু করেন আফগান লেগস্পিনিং। রশিদকে দেখে নাচের লোভ সামলাতে পারেননি ২০২৩ বিশ্বকাপে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করা ইরফান পাঠান। রশিদের সঙ্গে তাল মিলিয়ে ভাঙরা নাচ নাচেন পাঠান। 

রশিদ-পাঠানের নাচের দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। টুইটারে কেউ একজন লিখেছেন, ‘রশিদ খানের সঙ্গে নাচছেন ইরফান পাঠান। চিপকের দিনের সেরা ভিডিও এটা।’ একই সঙ্গে আফগানিস্তান দলকেও প্রশংসায় ভাসিয়েছেন পাঠান। ভারতের সাবেক বাঁহাতি পেসার টুইট করেন, ‘রশিদ খান কথা দিয়ে কথা রেখেছে। আমিও আমার কথা রাখলাম। সাবাশ ছেলেরা।’ 

এবারের বিশ্বকাপে পাকিস্তান, আফগানিস্তান দুটো দলই খেলেছে পাঁচটি করে ম্যাচ। দুটো দলেরই সমান ৪ পয়েন্ট। পয়েন্ট তালিকার ৫ নম্বরে থাকা পাকিস্তানের নেট রানরেট-০.৪০০। আর-০.৯৬৯ নেট রানরেট নিয়ে ছয়ে রয়েছে আফগানরা। পাকিস্তানের আগে এবারের বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে আফগানরা।

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার

এবার ব্যর্থ সাকিব, বড় ব্যবধানে হারল তাঁর দলও

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি