হোম > খেলা > ক্রিকেট

হাথুরুসিংহেকে ফেরানোর ব্যাখ্যা দিলেন পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন করে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। তিন সংস্করণেই বাংলাদেশ দলের প্রধান কোচ হচ্ছেন তিনি। নতুন দায়িত্ব নিতে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন এই শ্রীলঙ্কান কোচ। মার্চে ইংল্যান্ড সিরিজ থেকেই সাকিব-তামিমদের নিয়ে নতুন করে অভিযান শুরু করবেন তিনি।

দ্বিতীয় ধাপে বাংলাদেশ দলের কোচ হয়েছেন হাথুরু। এর আগে ২০১৪ সালের মাঝামাঝি থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত কোচ ছিলেন এই লঙ্কান কোচ। কিন্তু তাঁকে আবারও কী কারণে ফিরিয়েছে বিসিবি? সাংবাদিকদের এমন প্রশ্নের ব্যাখ্যাও দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। 

আজ সন্ধ্যায় সাংবাদিকদের পাপন বলেছেন, ‘অনেকগুলো কারণে (ফিরিয়েছি)। একটা হচ্ছে অতীত অভিজ্ঞতা। এর চেয়ে বড় কথা, সে একমাত্র কোচ যে, হাই লেভেল কোচ যাদেরকেই চাচ্ছি আমরা, এমনকি মিড লেভেলেও যদি খুঁজতে যাই, হয় তারা এত দিন একটানা থাকতে পারবে না, ওরা দিনের হিসাব খোঁজে। ১৫০ দিন, ২০০ দিন, ২০০ এর ওপরে তো যায়-ই না। আবার অনেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত, ছুটি দিতে হবে। ছুটি দেওয়ার সময় যদি জাতীয় দলে খেলা থাকে তাহলে কে দেখবে?’ 

বিসিবি জানিয়েছেন, হাথুরুর ক্ষেত্রে এসব কন্ডিশন নেই। পাপন বললেন, ‘আমরা চিন্তা করে দেখলাম হাথুরুসিংহের এসব কিছু নেই। ও যেটা ধরে সেটাতেই থাকে। নিউ সাউথ ওয়েলসে গেছে, নিউ সাউথ ওয়েলসেই ছিল। বিসিবির সঙ্গে এসেছে তখন শুধু বাংলাদেশে। এটা ওর সুফল। চুক্তি অনুযায়ী একটা ছুটি দিতে হবে, সেটা তো আছেই। এর বাইরে কোনো অঙ্গীকার নেই।’

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে