হোম > খেলা > ক্রিকেট

হাথুরুসিংহেকে ফেরানোর ব্যাখ্যা দিলেন পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন করে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। তিন সংস্করণেই বাংলাদেশ দলের প্রধান কোচ হচ্ছেন তিনি। নতুন দায়িত্ব নিতে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন এই শ্রীলঙ্কান কোচ। মার্চে ইংল্যান্ড সিরিজ থেকেই সাকিব-তামিমদের নিয়ে নতুন করে অভিযান শুরু করবেন তিনি।

দ্বিতীয় ধাপে বাংলাদেশ দলের কোচ হয়েছেন হাথুরু। এর আগে ২০১৪ সালের মাঝামাঝি থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত কোচ ছিলেন এই লঙ্কান কোচ। কিন্তু তাঁকে আবারও কী কারণে ফিরিয়েছে বিসিবি? সাংবাদিকদের এমন প্রশ্নের ব্যাখ্যাও দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। 

আজ সন্ধ্যায় সাংবাদিকদের পাপন বলেছেন, ‘অনেকগুলো কারণে (ফিরিয়েছি)। একটা হচ্ছে অতীত অভিজ্ঞতা। এর চেয়ে বড় কথা, সে একমাত্র কোচ যে, হাই লেভেল কোচ যাদেরকেই চাচ্ছি আমরা, এমনকি মিড লেভেলেও যদি খুঁজতে যাই, হয় তারা এত দিন একটানা থাকতে পারবে না, ওরা দিনের হিসাব খোঁজে। ১৫০ দিন, ২০০ দিন, ২০০ এর ওপরে তো যায়-ই না। আবার অনেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত, ছুটি দিতে হবে। ছুটি দেওয়ার সময় যদি জাতীয় দলে খেলা থাকে তাহলে কে দেখবে?’ 

বিসিবি জানিয়েছেন, হাথুরুর ক্ষেত্রে এসব কন্ডিশন নেই। পাপন বললেন, ‘আমরা চিন্তা করে দেখলাম হাথুরুসিংহের এসব কিছু নেই। ও যেটা ধরে সেটাতেই থাকে। নিউ সাউথ ওয়েলসে গেছে, নিউ সাউথ ওয়েলসেই ছিল। বিসিবির সঙ্গে এসেছে তখন শুধু বাংলাদেশে। এটা ওর সুফল। চুক্তি অনুযায়ী একটা ছুটি দিতে হবে, সেটা তো আছেই। এর বাইরে কোনো অঙ্গীকার নেই।’

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী