হোম > খেলা > ক্রিকেট

হেরেই বাংলাদেশ স্পিন কোচের শরণ নিল নিউজিল্যান্ড 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টি বাজেভাবে হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৬০ রানে অলআউট হয়েছে টম ল্যাথামের দল। কঠিন পরিস্থিতিতে পড়ে শিক্ষা নিয়েছে নিউজিল্যান্ড। এমনটাই জানিয়েছেন কিউইদের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। 

ধীর গতির উইকেটে খেলতে হবে এমন প্রস্তুতি নিয়েই বাংলাদেশে এসেছিল নিউজিল্যান্ড। কিন্তু প্রথম ম্যাচেই এমন পরিস্থিতি পড়তে হবে তা হয়তো ভাবনাতে ছিল না নিউজিল্যান্ডের। সব ধরনের প্রস্তুতি নিয়ে এলেও মাঠে না নামা পর্যন্ত কোনো কিছুই বোঝা যায় না বলে জানালেন এজাজ। বলেছেন, ‘আমরা প্রথম ম্যাচের হার থেকে শিক্ষা নিয়েছি। গত কিছুদিন ধরেই এমন পরিস্থিতিতে অনুশীলন করেছিলাম। মাঠে কী ঘটবে, না নামা পর্যন্ত কিছুই বলা যায় না। আমরা চেষ্টা করব পরবর্তী ম্যাচে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে।’ 

এজাজ বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথের সঙ্গেও কথা বলেছেন। উপমহাদেশে কীভাবে বোলিং করতে হয় সেই অভিজ্ঞতার কথাও শুনেছেন। বাঁহাতি স্পিনাররা কীভাবে ভালো করতে পারেন, সেই ধারণাও হেরাথের কাছ থেকে নিয়েছেন বলে জানালেন এজাজ। বলেছেন, ‘সে (হেরাথ) বিশ্ব জুড়ে প্রচুর ক্রিকেট খেলেছে। একজন বাঁহাতি স্পিনার হিসেবে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, কীভাবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। এটা খুবই দারুণ যে, আমি তার সঙ্গে কথা বলেছি। এসব কন্ডিশনে এটা আমাকে আরও ভালো করতে সাহায্য করবে।’ 

বাংলাদেশের সাবেক স্পিন ও স্বদেশি ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গেও কথা বলেছেন বলে জানিয়েছেন ইজাজ। বলেছেন, ‘আজ আমি ড্যানের (ড্যানিয়েল ভেট্টোরি) সঙ্গে কথা বলেছি। বাংলাদেশে তার অভিজ্ঞতা সম্পর্কে জানার চেষ্টা করেছি। ভালো করার ব্যাপারে আশাবাদী।’ 

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে