হোম > খেলা > ক্রিকেট

মোস্তাফিজের দলের নতুন মালিক খুঁজছে লঙ্কা প্রিমিয়ার লিগ

২০২৪ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামের পরপরই ধাক্কা খায় আয়োজক কর্তৃপক্ষ। মোস্তাফিজুর রহমানের দল ডাম্বুলা থান্ডার্সের মালিক গ্রেপ্তার হয়েছেন। এখন দলটির নতুন মালিক খুঁজছে এলপিএল। 

এলপিএল আয়োজকেরা জানিয়েছে যে তারা ডাম্বুলা থান্ডার্সের মালিক খোঁজার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। টুর্নামেন্টটি পরিচালনা করছে আইপিজি গ্রুপ। আইপিজি জানিয়েছে যে পূর্ণ সূচি ও পাঁচ দল নিয়ে আয়োজন হবে ২০২৪ এলপিএল। 

ফিক্সিং সন্দেহে গতকাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহর থেকে দলটির মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করেন দেশটির পুলিশ। মালিক গ্রেপ্তার হওয়ার পরেই ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও আইপিজি। এবারের এলপিএলে সরাসরি চুক্তিতে নেয় ডাম্বুলা। আইকন খেলোয়াড় হিসেবে বাংলদেশের বাঁহাতি পেসারকে কিনেছে ফ্র্যাঞ্চাইজিটি। 

২০২০ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত চারবার হয়েছে এলপিএল। টুর্নামেন্টের পঞ্চম মৌসুমকে সামনে রেখে পরশু হয়েছে নিলাম। নিলাম থেকে তাসকিন আহমেদকে ৫০ হাজার মার্কিন ডলারে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। বাংলাদেশি মুদ্রায় তা ৫৮ লাখ ৬০ হাজার টাকা। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিমরা নাম দিলেও কোনো দল তাঁদের কেনেনি। বি-লাভ ক্যান্ডি, গল মার্ভেলস, জাফনা কিংস, ডাম্বুলা থান্ডার্স, কলম্বো স্ট্রাইকার্স—এই পাঁচ দল নিয়ে ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এলপিএলের পঞ্চম মৌসুম। 

প্রথম মৌসুম থেকেই এলপিএল পাঁচ দলের টুর্নামেন্ট হয়ে এসেছে। টুর্নামেন্টের শুরু থেকেই এলপিএল মালিক পক্ষদের সঙ্গে সমঝোতায় সংগ্রাম করছে। এমনকি ডাম্বুলার যে নতুন মালিক আসছে, তা হবে ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম মালিক। এর আগে ডাম্বুলা অরা, ডাম্বুলা জায়ান্টস ও ডাম্বুলা ভাইকিং নামে খেলেছে। 
আগের চার মৌসুমের মধ্যে জাফনা জিতেছে তিনবার। একবার শিরোপা জিতেছে বি-লাভ ক্যান্ডি। 

আরও পড়ুন—

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ