হোম > খেলা > ক্রিকেট

হতাশ করল নতুন উদ্বোধনী জুটি

ক্রীড়া ডেস্ক    

প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেন সাইফ ও সৌম্য। ছবি: আজকের পত্রিকা

মিরপুরের ঘন কালো পিচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। পিচের সেই ঘনকালো রঙই যেন আরও একবার স্বাগতিকদের ব্যাটিংয়ে ফুটে উঠেছে। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ।

এদিন বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেন সৌম্য সরকার ও সাইফ হাসান। প্রথমবারের মতো ইনিংসের গোড়াপত্তন করতে নামেন তাঁরা। যদিও বেশিক্ষণ টেকেনি নতুন উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারে সাইফের বিদায়ে এই জুটি ভাঙে।

জেডন সিলসের করা ইনিংসের প্রথম বলে কাভার ড্রাইভে ৩ রান নিয়ে শুরু করেন সাইফ। শুরুটা ভালো হলেও এদিন আর ভরসা দিতে পারেননি এই ডানহাতি ব্যাটার। এরপর স্ট্রাইকে এসে চারটি বল ডট খেলেন সৌম্য। প্রথম ওভারের শেষ বলে চার মারেন দলে ফেরা এই ক্রিকেটার।

রোমারিও শেফার্ডের করা পরের ওভারে চারটি বল ডট খেলেন সাইফ। পঞ্চম বল একটু নিচু হয়ে ভেতরে ঢুকে তাঁর প্যাডে লাগে। জোরালো আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন আম্পায়ার। সৌম্যর সঙ্গে কিছুক্ষণ কথা বললেও রিভিউ নেননি সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ের বাংলাদেশের ভরসা হয়ে উঠা সাইফ। সোজা প্যাভিলিয়নে হাঁটা দেন এই ব্যাটার। তার আগে ৬ বলে করেন ৩ রান।

সাইফের বিদায়ের পরপরই বিদায় নেন সৌম্য। সিলসের করা ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে রস্টন চেজের হাতে ধরা পড়েন এই বাঁ হাতি ওপেনার। মাত্র ৪ রান আসে তাঁর ব্যাট থেকে।

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল

বাজে রেকর্ডে নাম লেখানোর পর নিজেকেই ‘লাথি মারছেন’ ভারতীয় ক্রিকেটার