হোম > খেলা > ক্রিকেট

কোহলির পর রোহিতও বিদায় বললেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে

বার্বাডোজের কেনসিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ৭ রানে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। টুর্নামেন্ট জুড়ে ধুঁকতে থাকা বিরাট কোহলি হলেন ফাইনালের নায়ক। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানিয়ে দিলেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তাঁর শেষ। কোহলির পর চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মাও ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে যেমন ভারতের ১৭ বছরের অপেক্ষা ফুরিয়েছে, একই সঙ্গে তারা ১১ বছর পর করল শাপমোচন। ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর আইসিসি ইভেন্টের পাঁচটি ফাইনাল হেরেছিল ভারত, যার মধ্যে রয়েছে দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং একটি করে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি। ১১ বছরে ষষ্ঠ ফাইনালে উঠে গেরো ভাঙার পর স্বাভাবিকভাবেই বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন রোহিত। চোখে ছিল তাঁর আনন্দাশ্রু। কোহলির আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবসরের প্রসঙ্গ টেনে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন, ‘এটা আমারও শেষ ম্যাচ। যখন থেকে এই সংস্করণ খেলা শুরু করেছি, উপভোগ করেছি। এই সংস্করণকে বিদায় বলার উপযুক্ত সময় এখন। প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। শিরোপা জিতব, এমনটাই তো চেয়েছিলাম।’ 

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের প্রধান কোচের দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। তখনই ভারতের সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব ওঠে রোহিতের কাঁধে। খুব দ্রুতই তিনি হয়ে উঠেছেন সব সংস্করণের অধিনায়ক। ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ—দুবার ভারতের স্বপ্নভঙ্গের সাক্ষী হয়েছে রোহিত-দ্রাবিড় জুটি। যার মধ্যে আহমেদাবাদের ফাইনাল হারের ‘ভূত’ তাড়া করছিল সাত মাস ধরে। বার্বাডোজে কাল সব অপূর্ণতা রূপ নিয়েছে পূর্ণতায়। দ্রাবিড়কে নিয়ে রোহিত বলেন, ‘ভারতীয় ক্রিকেট দলের জন্য তিনি (দ্রাবিড়) গত ২০-২৫ বছর যা করেছেন, একমাত্র এটাই বাকি ছিল। পুরো দলের পক্ষ থেকে আমি খুশি যে তার জন্য এমন কিছু উপহার দিতে পেরে।’ 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও রোহিত-কোহলি এখনো এই সংস্করণের  শীর্ষ দুই রানসংগ্রাহক। ১৫১ ইনিংসে ৪২৩১ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রানসংগ্রাহক রোহিত। দুইয়ে থাকা কোহলি করেছেন ৪১৮৮ রান। ভারতের জার্সিতে ‘কিং কোহলি’ খেলেছেন ১১৭ ইনিংস। কোহলি-রোহিত অবসরে যাওয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়া বাবর আজমের জন্য সময়ের ব্যাপার। পাকিস্তানের জার্সিতে ১১৬ ইনিংসে বাবর করেছেন ৪২৩১ রান।

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক

                                       রান               ইনিংস                 দল        

রোহিত শর্মা                     ৪২৩১           ১৫১                   ভারত

বিরাট কোহলি                 ৪১৮৮           ১১৭                     ভারত

বাবর আজম                  ৪১৪৫            ১১৬                   পাকিস্তান

পল স্টার্লিং                     ৩৬০১          ১৪৪                     আয়ারল্যান্ড

মার্টিন গাপটিল                ৩৫৩১          ১১৮                     নিউজিল্যান্ড

আরও পড়ুন:

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ